আজকের শিরোনাম :

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ০৯:৫৩

আজ (১৯শে নভেম্বর) দেখা যাবে বছরের শেষ এবং চলতি শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। তবে এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়, আংশিক চন্দ্রগ্রহণ। যা প্রায় ৩ ঘণ্টা ২৮ মিনিট ধরে চলবে। এ সময় চাঁদের রং হবে রক্তিম লাল। তাই একে ব্লাড মুন বা বিভার মুন বলা হয়।

উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। সবচেয়ে ভালো দেখা যাবে নিউজিল্যান্ডে। বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকে দেখা যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা- নাসা।

রাজধানী ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ