আজকের শিরোনাম :

মোবাইল ইন্টারনেট গ্রাহক সাড়ে ১১ কোটির বেশী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১০:১২ | আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১০:১৭

নতুন ১৭ লাখ ২০ হাজার ইন্টারনেট গ্রাহক পেয়েছে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো।বিটিআরসির সর্বশেষ হিসাবে, আগস্ট মাসে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১১ কোটি ৫৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। জুলাইয়ে এই সংখ্যা ছিলো ১১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। ওই মাসটিতে এই গ্রাহক বেড়েছিলো ৩৬ লাখ। সে হিসেবে এক মাস পরেই এই বৃদ্ধির হার অর্ধেকে নেমেছে।

জুন মাসে এটি ছিলো ১১ কোটি ৯০ হাজার। এই মাসটিতে ২৫ লাখ ৯০ হাজার নতুন গ্রাহক পায় মোবাইল ফোন অপারেটরগুলো।মে মাসে গ্রাহক সংখ্যা ছিলো ১০ কোটি ৭৫ লাখ। এপ্রিলে ছিলো ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার। এর আগে মার্চে ৩১ লাখ ৩৭ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক বাড়তে দেখা যায়। 

মার্চে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিলো ১০ কোটি ৬৩ লাখ ৩০ হাজার।বিটিআরসির হিসাবে, ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিলো ১০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার। জানুয়ারিতে এটি ছিলো ১০ কোটি ৩১ লাখ ৯১ হাজার ।২০২০ সালের ডিসেম্বরে ছিলো ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার। সালটির নভেম্বরে এই সংখ্যা ছিলো ১০ কোটি ১৯ লাখ ৫ হাজার।  অক্টোবরে ছিলো ১০ কোটি ২১ লাখ ৬ হাজার। আর সেপ্টেম্বরে এটি ছিলো ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ