আজকের শিরোনাম :

হোয়াটসঅ্যাপে দেখা যাবে ‘ফুল ভিউ’ ছবি ও ভিডিও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২১, ১২:০৭

বেশিরভাগ মেসেজিং অ্যাপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি বা ভিডিওর সুনির্দিষ্ট সাইজ থাকার কারণে ‘ফুল ভিউ’ ছবি বা ভিডিওর ক্ষেত্রে আলাদাভাবে ওপেন করতে হয়। কাজটি আপাতদৃষ্টিতে কঠিন না হলেও এতে ব্যবহারকারীর সময় নষ্ট হয়।

তাই ব্যবহারকারীর সময় সাশ্রয়ে হোয়াটসঅ্যাপ সম্প্রতি জানিয়েছে, শিগগিরই হোয়াটসঅ্যাপ নতুন ফিচার চালু করবে। যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি বা ভিডিও ‘ফুল ভিউ’ ফরম্যাটে দেখার সুযোগ পাবেন।

শনিবার (১ মে) এক টুইট বার্তায় হোয়াটসঅ্যাপ নতুন ফিচারটির নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখানো হয়, অ্যাপটির আগের ফিচারে ছবি বা ভিডিও প্রথমে ‘ফুল ফরম্যাটে’ দেখা যেত না; তাতে ট্যাপ করে পুরো কনটেন্ট দেখতে হতো।

অ্যাপটি বলেছে, নতুন ফিচারে ট্যাপ না করে সরাসরি বড় ফরম্যাটে ছবি দেখা যাবে। গত মাসে আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করেছে হোয়াটসঅ্যাপ।

বলা হচ্ছে, শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ফিচারটি ব্যবহার করতে পারবেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ