আজকের শিরোনাম :

ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের সহজ জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ০৯:২২

দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া লিভারপুল দ্বিতীয়ার্ধে পেল আরেকটি গোলের দেখা। প্রতিপক্ষের মাঠে গোল খরা কাটিয়ে দারুণ এক জয় তুলে নিল ইয়ুর্গেন ক্লপের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ৩-১ গোলে জেতা লিভারপুলের ৩৪ ম্যাচের পয়েন্ট ৯২। গত নভেম্বরে লিগে প্রথম দেখায় দলটিকে ২-১ গোলে হারিয়েছিল ক্লপের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় অলরেডরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর পাস ধরে সহজেই গোল করেন সালাহ। মিনিট দুয়েক পর সালাহ বল বাড়িয়ে দেন জর্ডান হেন্ডারসনের দিকে, যিনি লক্ষ্যভেদ করলে মাত্র ৮ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

তবে ছেড়ে কথা বলেনি ব্রাইটন। প্রথমার্ধের বিরতির একদম আগমুহূর্তে ব্যবধান কমান ব্রাইটনের বেলজিয়ান ফরোয়ার্ড লিওনার্দো ট্রসার্ড। যার ফলে ম্যাচে নেমে আসে এক ধরনের অনিশ্চয়তা। দ্বিতীয়ার্ধে সেটি থাকতে দেননি সালাহ। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দলকে পাইয়ে দেন ৩-১ গোলের জয়।

এ জয়ের পর ৩৪ ম্যাচ শেষে ৩০ জয় ও ২ ড্রতে লিভারপুলের সংগ্রহ ৯২ পয়েন্ট। বাকি ৪ ম্যাচে আর মাত্র ৮ পয়েন্ট পেলেই লিগের ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে পয়েন্টের সেঞ্চুরি করবে অলরেডরা। এ ছাড়া তিনটি ম্যাচ জিতলেই ম্যান সিটির সর্বোচ্চ ৩২ জয়ের রেকর্ড ভেঙে নিজেদের নাম লিখবে লিভারপুল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ