আজকের শিরোনাম :

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৬ | আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮

আফিফ হোসেন এবং মোহাম্মাদ নাঈমকে অন্তর্ভুক্ত করে রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে।

আগের ওয়ানডে স্কোয়াড থেকে ৭ জন ক্রিকেটার বাদ পড়েছেন। অন্যদিকে ৫ জন ক্রিকেটার আবারও দলে ডাক পেয়েছেন।

বাদ পড়া ক্রিকেটাররা হলেন- সাব্বির রহমান, ফরহাদ রেজা, মোসাদ্দেক সৈকত, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং সৌম্য সরকার।

দলে ফেরা ৫ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মাদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং আল-আমিন হোসেন। নতুন দুজন হলেন আফিফ ও নাঈম।

আফিফ ও নাঈম দুজনই বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে খেললেও এবারই প্রথম ওয়ানডে দলের জন্য ডাক পেয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে মাশরাফিকে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তামিম ইকবালের নেতৃত্বে খেলে টাইগাররা।

আগামী ১, ৩ ও ৬ মার্চ ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। প্রথম দুটি বেলা ১টায় শুরু হলেও শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মাদ নাঈম, আল-আমিন হোসেন, মোহাম্মাদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজু রহমান।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ