আজকের শিরোনাম :

লা লিগায় আজ পৃথক ম্যাচে মাঠে নামছে রিয়াল-বার্সা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৮

স্প্যানিশ লা লিগায় আজ বিগ নাইট। বাংলাদেশ সময় রাত নয়টায় ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এইবারের মোকাবেলা করবে বার্সেলোনা। আরেক ম্যাচে রাত দুইটায় লেভান্তের মাঠে নামছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

মিলিতাও, রদ্রিগো আর ভিনিসিউস জুনিয়রের পর আরো এক তরুণ ব্রাজিলিয়ানকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। রেইনিয়ের জেসুসকে ৩০ মিলিয়ন ইউরোতে ফ্লামেঙ্গো থেকে এনেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এখনই রিয়ালের জার্সিতে খেলা হচ্ছে না। তাই সান্তিয়াগো বার্নাব্যুতে ওকে রেখেই স্যাটার্ডে নাইটে লেভান্তের মাঠে লড়তে যাচ্ছে জিনেদিন জিদানের দল।

লা লিগায় ২৪ ম্যাচ থেকে ১৫ জয়ে ৫৩ পয়েন্টের মালিক লস ব্লাঙ্কোস। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে চলছে ওদের হাড্ডাহাড্ডি লড়াই। তাই একটা ম্যাচও ফসকে যাওয়ার সুযোগ নেই তাই। লিগের ১৩ নম্বর দল লেভান্তের বিপক্ষে তাই বেশ সতর্ক থাকতে চান জিনেদিন জিদান।

সময়টাও পক্ষে না রিয়ালের। কোপা দেল রে-তে রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর লা লিগায় ওসাসুনার বিপক্ষে জয়ে ফিরলেও রেলেগেশনের শঙ্কায় থাকা সেলতা ভিগোর বিপক্ষে হোচট খেয়েছে তারা।

তবে রিয়ালের শনিবারের প্রতিপক্ষ লেভান্তে নিজেদের শেষ ৫ ম্যাচের মধ্যে হেরেছে চারটাতেই। অবশ্য ঘরের মাঠে রিয়ালকে ভড়তে দিতে জানে ওরা। দুদলের শেষ ৫ হেড টু হেড ম্যাচে দুবার জিততে পেরেছে রিয়াল। একটায় হার আর বাকি দুই ম্যাচ ড্র। তবে পচা শামুকে নিশ্চয় বার বার পা কাটতে চাইবে না জিদানের ছেলেরা।

তাছাড়া পরের সপ্তাহেই চারদিনের ব্যবধানে ম্যানসিটি আর বার্সেলোনা আসবে বার্নাব্যুতে। দুই বিগ ম্যাচের আগে নিশ্চয় যেকোনো বাজে অভিজ্ঞতা এড়াতে চাইবে রিয়াল। তবে লেভান্তের বিপক্ষে গ্যারেথ বেলকে পাচ্ছেন না জিদান। ইডেন হ্যাজার্ড একদম ফিট। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ