আজকের শিরোনাম :

ভ্যালেন্সিয়ার জালে আটলান্টার ৪ গোল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৬

ইতালিয়ান সিরি আ’তে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে আটলান্টা এফসি। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার অবস্থান সপ্তম। ভিন্ন দুই লিগে দুই দলের মধ্যকার পার্থক্য যেমন তিন, তেমনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও তিন গোলের ব্যবধানেই ভ্যালেন্সিয়াকে হারিয়েছে আটলান্টা এফসি। 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে আটলান্টা। যার ফলে দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে যাওয়ার আগে বেশ সুবিধাজনক অবস্থানেই রইল তারা।

বুধবার রাতে নিজেদের ঘরের মাঠ সান সিরো স্টেডিয়ামে দুই অর্ধে দুইটি করে মোট ৪ গোল করেছে আটলান্টা। দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়ার পক্ষে মূল্যবান এওয়ে গোলটি করেছেন ডেনিস চেরিশেভ।

ম্যাচে লিড নিতে আটলান্টাকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১৬ মিনিট। আলেজান্দ্রো গোমেজের বুদ্ধিদীপ্ত পাস ধরে ফাঁকা জালেই বল প্রবেশ করান হ্যানস হ্যাটবোর। বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন জোসেফ লিসিচ।

দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান ৩-০ করেন রেমো ফ্রেউলার। প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে প্রবেশ করান সুইস মিডফিল্ডার ফ্রেউলার। মিনিট পাঁচেক পর হালি পূরণ করেন প্রথম গোল করা হ্যাটবোর। ভ্যালেন্সিয়ার পক্ষে স্বান্তনাসূচক তবে কার্যকর গোলটি করেন ডেনিস চেরিশেভ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ