আজকের শিরোনাম :

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

৪ হাজারি ক্লাব হাতছানি দিচ্ছে মাহমুদউল্লাহকে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৪

চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৪ হাজারি রানের দ্বারপ্রান্তে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই মাইলফলকে পা রাখতে হলে তার আর প্রয়োজন মাত্র ৬ রান।

এখন পর্যন্ত ১৮৫ ম্যাচে ৩৩.৮৪ গড়ে ৩ হাজার ৯৯৪ রান সংগ্রহ করেছেন মাহমুদউল্লাহ। বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে আছেন তিনি। যেখানে ৩টি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

মাহমুদউল্লাহর আগে আরও চার বাংলাদেশি ক্রিকেটার তাদের নাম লিখিয়েছেন এই চার হাজারির ক্লাবে। এরা হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম।

বাংলাদেশ ক্রিকেট দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার বল হাতেও বেশ সফল। ১৩৪ ইনিংসে বল করে ৫.১৭ ইকোনমি রেটে উইকেট শিকার করেছেন ৭৬টি। ম্যাচ সেরা বোলিং ফিগার তার চার রানে ৩ উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেই হয়তো দারুণ এই মাইলফলক স্পর্শ করবেন মাহমুদউল্লাহ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ