আজকের শিরোনাম :

বিকালে আসছে জিম্বাবুয়ে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে আফ্রিকার দলটি।

আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

আইসিসির এফটিপি অনুযায়ী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ের। মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ আয়োজন করবে বিসিবি। তাই এক মাস আগেই আসছে জিম্বাবুয়ে।

দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে টাইগারদের বিপক্ষে সফর শুরু করবে জিম্বাবুয়ে। এরপর সিলেটে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর সব শেষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সফর শেষে ১২ মার্চ ঢাকা ছেড়ে যাবে জিম্বাবুয়ে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

১৮-১৯ ফেব্রুয়ারি : প্রস্তুতি ম্যাচ : (ভেন্যু নির্ধারিত হয়নি )
২২-২৬ ফেব্রুয়ারি : একমাত্র টেস্ট : মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা

১ মার্চ-প্রথম ওয়ানডে : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩ মার্চ -দ্বিতীয় ওয়ানডে : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৬ মার্চ-তৃতীয় ওয়ানডে : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

৯ মার্চ-প্রথম টি-টুয়েন্টি : মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা
১১ মার্চ-দ্বিতীয় টি-টুয়েন্টি : মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ