আজকের শিরোনাম :

জয়ে লিগ শুরু মোহামেডানের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪২

মোহামেডানকে সাদা-কালো জার্সিতে দেখতে অভ্যস্ত সবাই। তবে সে মোহামেডানই শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খেলতে নামল সবুজ জার্সি পরে। অচেনা সবুজ জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে মোহামেডানের শুরুটা হয়েছে দুর্দান্ত। আরামবাগকে হারিয়ে লিগ শুরু করেছে তারা।

এবার মোহামেডান হোম ভেন্যু হিসেবে বেঁছে নিয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে। মোহামেডানের প্রতিপক্ষ আরামবাগের জার্সিও সাদা-কালো। আর তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ খেলার সুবাদে এমন রঙিন জার্সি পরতে হয়েছে মোহামেডানকে।

সর্বশেষ ফেডারেশন কাপে মোহামেডান সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল মোহামেডান। তবে জয় দিয়েই প্রিমিয়ার লিগ শুরু করল তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। দলের হয়ে জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মনেকে। ৩০ মিনিটে বাম দিক দিয়ে ঢুকে দারুণ প্লেসিং শটে গোল করেন তিনি। এটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার অভিষেক ম্যাচে অভিষেক গোল।

তবে শুধু গোলের সংখ্যা দিয়ে ম্যাচে মোহামেডানের পারফরম্যান্স বিচার করলে ভুল হবে। প্রতিপক্ষের চেয়ে ভালো ফুটবল উপহার দিয়েছে তারা। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে গোলের ব্যবধান আরও বেশ হতে পারতো।

ম্যাচ শেষে সমর্থকদের জার্সি উপহার দেন মোহামেডানের ফুটবলাররা। প্রতি ম্যাচেই সমর্থকদের জার্সি উপহার দেওয়া হবে বলে এ ম্যাচের পর জানিয়েছেন মোহামেডানের অধিনায়ক আবু হাসান চৌধুরী প্রিন্স। তিনি বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচে দর্শকদের এভাবে জার্সি উপহার দেবো। ফলাফল যাই হোক।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ