চ্যাম্পিয়ন্স লিগে ফের ম্যানসিটি বনাম রিয়াল মাদ্রিদের লড়াই

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮

নতুন চেহারার চ্যাম্পিয়ন্স লিগেও মুখোমুখি লড়াই এড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। প্লে-অফে দুই জায়ান্ট মুখোমুখি হচ্ছে। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে টানা চতুর্থ মৌসুমে হবে তাদের আগুন-বারুদে লড়াই। গতবার এই দুই দলের লড়াইয়ে শেষ হাসি হেসেছিল লস ব্লাঙ্কোরা। কোয়ার্টার ফাইনালে দুই লেগেই ড্র হয়েছিল, পরে পেনাল্টিতে সিটিকে হারায় রিয়াল। ফাইনালে ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপাও উঁচিয়ে ধরেছিল মাদ্রিদ ক্লাব।
তার আগের বছর সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে দুই লেগে ৫-১ গোলের অগ্রগামিতায় সিটিজেনরা ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে তারা ইন্টার মিলানকে হারিয়ে ঐতিহাসিক ট্রেবলও জিতেছিল। এই আসরে ম্যানসিটিকে পুরানো চেহারায় দেখা যায়নি। লিগ পর্বে মাত্র তিনটি ম্যাচ জিতেছে এবং প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়েও ছিটকে গেছে। মাদ্রিদ ক্লাবও মৌসুমের শুরুতে ছিল নড়বড়ে। যদিও কার্লো আনচেলত্তির দল দেরিতে ঘুরে দাঁড়িয়েছে এবং কিলিয়ান এমবাপ্পে তার ফর্ম নিয়ে দুশ্চিন্তা উধাও করে দিয়েছেন। প্লে-অফের প্রথম লেগ হবে ১১-১২ ফেব্রুয়ারি। ফিরতি লেগ ১৮-১৯ ফেব্রুয়ারি। শুক্রবারের ড্রতে ছিল না লিগ পর্বের সেরা আট দল। লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল ও অ্যাস্টন ভিলা আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে। এই পর্বের ড্র হবে ২১ ফেব্রুয়ারি। এদিকে প্লে-অফের অন্য ম্যাচগুলোতে বায়ার্ন মিউনিখ খেলবে সেলটিকের বিপক্ষে। প্যারিস সেন্ট জার্মেই পেয়েছে তাদেরই লিগ ওয়ান প্রতিপক্ষ ব্রেস্টকে। ক্লাব ব্রুগ পেয়েছে আতালান্তাকে। পিএসভির মুখোমুখি হবে জুভেন্টাস। এসি মিলানের বিপক্ষে খেলবে ফেনুর্দ। গতবারের রানার্সআপ ডর্টমুন্ডের প্রতিপক্ষ স্পোর্তিং সিপি। মোনাকো পেয়েছে বেনফিকাকে।
এবিএন/খেলাধুলা/ আরআরকে
এই বিভাগের আরো সংবাদ