আজকের শিরোনাম :

পাকিস্তানকে ধবলধোলাই, বোনাস পাচ্ছেন শান্তরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন নাজমুল হোসেনরা। সব মিলিয়ে ক্রিকেটাররা ছয় লাখ টাকা করে পাবেন। বিসিবির সঙ্গে চুক্তিপত্রেই ক্রিকেটারদের বোনাসের ব্যাপারটি উল্লেখ করা আছে। পাকিস্তান টেস্ট র‌্যাংকিংয়ে ৮ নম্বরে আছে।

তাই এই দলের বিপক্ষে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দুই লাখ টাকা করে পাবেন মুশফিকুর রহিমরা। অর্থাৎ দুই ম্যাচ জয়ের জন্য খেলোয়াড়দের প্রত্যেকে পাবেন চার লাখ টাকা করে। এর সঙ্গে সিরিজ জয়ের জন্য বোনাস হিসেবে পাবেন আরো দুই লাখ টাকা করে। সব মিলিয়ে অঙ্কটা দাঁড়াচ্ছে ছয় লাখে।

এটা অবশ্য খেলোয়াড়দের প্রাপ্য বোনাস। কোচিং স্টাফের সদস্যরাও বোনাস পাবেন। তবে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির চুক্তির শর্ত অনুযায়ী।

এবিএন

এই বিভাগের আরো সংবাদ