হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে রাতে মাঠে নামছে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ১২:৩৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ শনিবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি।

এর আগে আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে এবং দ্বিতীয়টিতে ৬ হারে মনোবল চূর্ণবিচূর্ণ হয়েছে সফরকারীদের।

নবীন এই দলের বিপক্ষে এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোটাই বড় চ্যালেঞ্জ শান্ত-সাকিবদের। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় টিম টাইগার্স।

এদিকে সিরিজ নিজেদের করায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিকরা। শেষ ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে চায় যুক্তরাষ্ট্র।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ