আজকের শিরোনাম :

রোহিতের হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চান যুবরাজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১০:৩৯

আইসিসি ইভেন্টে শিরোপা লম্বা সময় ধরেই পাচ্ছে না ভারত। তবে এবার এ অধ্যায়ের ইতি দেখতে চান যুবরাজ সিং। তিনি খুব করেই চাইছেন  এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটা রোহিতের হাতেই উঠুক।

২০১১ সালের পর আবার বিশ্বকাপ জিতবে ভারত। এমনটাই বিশ্বাস যুবরাজের। আইসিসির সঙ্গে আলাপকালে যুবরাজ বলেছেন,  ‘সত্যি আমি রোহিত শর্মাকে একটি বিশ্বকাপ ট্রফি এবং একটি বিশ্বকাপ পদকসহ দেখতে চাই। সত্যিকার অর্থেই সে এটার প্রাপ্য।’

‘(রোহিতের উপস্থিতি) খুব গুরুত্বপূর্ণ হবে। আমাদের সত্যি ভালো একজন অধিনায়ক দরকার। দরকার একজন বুদ্ধিদীপ্ত অধিনায়ক, যে কি না চাপের মধ্যেও সিদ্ধান্ত নিতে পারে। রোহিত সে রকমই একজন।’-যোগ করেন যুবরাজ।

রোহিতের অধিনায়কত্ব নিয়ে যুবরাজ বলেছেন, ‘আমাদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া ম্যাচে সে অধিনায়ক ছিল। সে পাঁচটি (অধিনায়ক হিসেবে) আইপিএল ট্রফি জিতেছে। ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য তার মতো একজনকেই প্রয়োজন।’

যুবরাজ আরও বলেছেন, ‘যে যত সাফল্যই পাক না কেন, ব্যক্তি হিসেবে বদলাবে না। এটাই রোহিত শর্মার সৌন্দর্য। সে মজাপ্রিয় মানুষ, সব সময় দলের সবার সঙ্গে মজা করে। মাঠে অনেক ভালো একজন নেতা এবং ক্রিকেটে আমার অন্যতম কাছের বন্ধু।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ