আজকের শিরোনাম :

লিটনের পর সাজঘরে ফিরলেন শান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১৫:৩৬

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠ টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ২ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আগে এই সিরিজ দিয়েই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। সফরকারীদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে লিড নিয়েছে লাল-সবুজের দল, আজ মাঠে নামবে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক সিকান্দার রাজা। 

এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি লিটন দাস। দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন তিনি। ফলে তাঁকে নিয়ে সমালোচনাও হচ্ছে ঢের। এমন অবস্থায় আজও হাসেনি তাঁর ব্যাট। বাংলাদেশের হয়ে ইনিংস সূচনা করতে নেমে টাইগার এই ব্যাটার ফিরেছেন দলীয় ২২ রানেই। এরপর ক্রিজে থাকা আরেক ওপেনার তানজিদ তামিমের সঙ্গী হয়েছিলেন অধিনায়ক শান্ত। 

তবে আগের দুই ম্যাচের মত শান্তও আজ ব্যর্থ হয়েছেন। টাইগার এই ব্যাটার আউট হয়েছেন পরের ওভারেই। তৃতীয় ওভারে ব্লেসিং মুজারাবানির বলে ইনসাইড আউট হয়ে আউট হন লিটন। এরপরের ওভারে সিকান্দার রাজার বলে বোল্ড হয়েছেন শান্ত। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রান।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ