আজকের শিরোনাম :

সাকিব আপনাদের সঙ্গে দুষ্টুমি করেছে : পাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৯:৫৫

গত রোববার পেসার রুবেল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ইয়ামাহার শোরুম উদ্বোধন করতে এসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান আসরের সুপার লিগের ফরম্যাট নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সুপার লিগের ফরম্যাট কেনো ৫০ ওভারের করা হলো, কেনো প্রচণ্ড তাপমাত্রার মধ্যে সারাদিন খেলা হচ্ছে, এ প্রশ্ন ছিল সাকিবের।

গণমাধ্যমকে  সাকিব বলেছিলেন, ‘সুপার লিগটা টি-টোয়েন্টি সংস্করণে হলে ভালো হতো, ক্রিকেটারদের জন্যও সুবিধা হতো। ক্রিকেটারদের কথা কারও ভাবা উচিত ছিল। এ রকম পরিস্থিতিতে সারা দিন রোদের মধ্যে খেলানো ক্রিকেটারদের জন্য খুবই অমানবিক।’

তবে সাকিবের এমন মন্তব্যের পাল্টা জবাব দেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। সাকিব দুষ্টুমি করে এমনটা বলেছেন বলে সোমবার আবাহনীর শিরোপা উৎসবে শরিক হয়ে বিসিবি সভাপতি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন-‘সাকিব এমনিই বলেছে বলে আমার ধারণা। যদি তা-ই হতো তাহলে ও তো জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে পারত। কিন্তু বিশ্বকাপের আগে তো ওয়ানডে বেছে নিয়েছে। আমার মনে হয়, দুষ্টুমি করেছে আপনাদের সঙ্গে।’

লিগের প্রথম পর্বের ফরম্যাট ৫০ ওভারের পর সুপার লিগের ফরম্যাটকে ২০ ওভারের করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না বিসিবি সভাপতি-‘এবারের লিগে করার সম্ভব ছিল কিনা, আমার জানা নেই। কারণ এটা লিস্ট ‘এ ’ টুর্নামেন্ট। আর লিস্ট 'এ’ টুর্নামেন্ট তো ৫০ ওভার ছাড়া করতে পারব না। যেটা পারতাম হয়তো, লিস্ট ‘এ’ টাই বাদ দিয়ে পারতাম এবার। কিন্তু এমন কখনও মাথায়ই আসেনি। দ্বিতীয়ত, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আসলে এই মুহূর্তে আমরা এই যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলছি, এটাও তো টি-টোয়েন্টি। এর আগেই তো আমরা বিপিএল খেলেছি, জমজমাট বিপিএল আমরা দেখেছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে। তার আগে আমরা শ্রীলঙ্কার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছি। তারপরও প্রস্তুতি লাগে। জিনিসটা আমার কাছে মনে হয়, এমনিই বলেছে বলে আমার ধারণা।’

আইসিসির অধিকাংশ পূর্ণ সদস্য দেশে একাধিক টি-২০ টুর্নামেন্ট আছে প্রচলিত। অথচ বাংলাদেশে বিপিএল ছাড়া বিসিবির আয়োজনে নেই অন্য কোনো টি-২০ টুর্নামেন্ট। ফ্রাঞ্চাইজিদের আগ্রহ না থাকায় দ্বিতীয় টি-২০ টুর্নামেন্ট আয়োজন করা যাচ্ছে না বলে মনে করছেন বিসিবি সভাপতি-‘এটা করতে হলে বিসিবিকে করতে হবে। ক্লাবগুলো আগ্রহী হবে বলে আমার মনে হয় না। কোনো ফ্র্যাঞ্চাইজিও আগ্রহ দেখাবে মনে হয় না। আমাদের দেশে এখনও এই জিনিসটা আছে, জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলে, ওই খেলায় তারা আকর্ষণ বা আগ্রহ পায় না। ক্লাবগুলোও না, ফ্র্যাঞ্চাইজিগুলাও না। ওদের জন্য আরেকটা আলাদা করা যেতে পারে। সেটা তো অবশ্যই ভালো হবে। খারাপ কী! কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের খেলার কোনো সুযোগ নেই। এখন ওদের যে সূচি, এটা অসম্ভব। আমি মনে করি, এখনই তাদের ওপর দিয়ে অনেক চাপ যাচ্ছে। অন্যান্য দেশে জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও কিছু হয় না। আমাদের এখানে যারা ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব আছে, তারা আবার জাতীয় দলের ক্রিকেটার ছাড়া করতে চায় না। আগ্রহ পায় না। মনে করে যে, এটা অমন গুরুত্বপূর্ণ হবে না।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ