আজকের শিরোনাম :

একই দিনে দুই রূপ, ভক্তদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন সাকিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ২০:১১

মাঠ এবং মাঠের বাইরে আলোচনা-সমালোচনা নিত্যদিনের সঙ্গী সাকিব আল হাসানের জন্য। সকালে ঢাকায় থাকলে বিকেলে মাগুরায়, সাকিবের এমন ভিন্ন রূপের কথা সবার জানা। তবে আরও একবার তার প্রমাণ পেলো ক্রিকেট ভক্তরা।

ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সকালে খেলতে ফতুল্লা গিয়েছিলেন সাকিব। ম্যাচের আগে প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিন এবং শেখ জামালের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব।

এ সময় সেলফি নেওয়ার জন্য সাকিবের দিকে এগিয়ে আসে এক ভক্ত। তবে সাকিব বুঝতে পেরে ইশারায় না বললেও তাদের আলোচনার মধ্যেই সেলফি নিতে ঢুকে পড়েন সেই ভক্ত।

বিষয়টি ভালোভাবে নেননি দেশসেরা এই ক্রিকেটার। এ সময় মেজাজ হারিয়ে ভক্তের দিকে তেড়ে যান তিনি। ঘাড় ধরে সরিয়ে দেন সেই ভক্ত; যা নিয়ে শুরু হয়েছে নানান সমালোচনা।

সোমবার (৬ মে) প্রাইম ব্যাংকের বিপক্ষে শোচনীয় পরাজয় বরণ করতে হেয়েছে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এদিন ব্যাট হাতে রান পাননি সাকিব।

কিন্তু ম্যাচ শেষে ভক্তরা সাকিবের কাছে অটোগ্রাফ এবং সেলফির আবদার করেছিলেন, বিশ্বসেরা অলরাউন্ডার তাদের সেসব আবদার মেটান।

ফলে একই দিনে সাকিবের দুই রূপ দেখলো তার ভক্তরা। এর মধ্য দিয়েই হয়তো ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন সাকিব। যে ভক্ত আপনি যত বড়ই হন না কেনো, চাইলে আপনিও একটা ভালো মুহূর্তের সাক্ষী হতে পারেন। তাবে সেটা সীমার মধ্যে থেকে।

না হলে শুধু সাকিব কেনো, শান্ত স্বভাবের মুশফিক-মাহমুদউল্লাহরাও মেজাজ হারাতে বাধ্য হন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ