টটেনহামকে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে আর্সেনাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৭

টটেনহ্যাম হটস্পারের মাঠে দাপট দেখিয়ে তিন গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। কিন্তু দুই গোল হজম করে অস্বস্তিতে পড়েছিল তারা। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেলো গানাররা। তাতে শিরোপার লড়াইয়ে ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্তেতার দল। সিটির চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। 

এদিন ঘরের মাঠে শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল টটেনহ্যাম। যদিও সেভাবে আক্রমণে যেতে পারেনি তারা। উল্টো গোল হজম করে তারা ১৫ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন পিয়েরে এমিল হোজবার্গ। কিন্তু তার হেড আচমকা জালে জড়ায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। গোল শোধ দেওয়ার বেশ কাছে ছিল স্পাররা। পাঁচ মিনিট পর ক্রিস্টিয়ান রোমেরোর একটি শট দূরের পোস্ট ঘেষে বেরিয়ে যায়।

এরপর তার হেড আঘাত করে পোস্টে। উল্টো ২২ মিনিটে আর্সেনালের জাল কাঁপিয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান মিকি ফন ডে ভেন। তবে ভিএআর রিভিউয়ে তার অফসাইড হওয়ায় গোল বাতিল হয়। এর পাঁচ মিনিট পর ফাস্ট ব্রেক থেকে কাই হ্যাভার্জের লম্বা ক্রস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে আর্সেনালকে ২-০ গোলে এগিয়ে দেন বুকায়ো সাকা। 

৩৮ মিনিটে ডেকলাইন রাইসের কর্নার ক্রসে কাই হ্যাভার্জের লক্ষ্যভেদী হেডে ম্যাচ হাতের মুঠোয় নেয় গানাররা। তবে ফিরে আসার গল্প হয়তো লিখতে চেয়েছিল টটেনহ্যাম। ৬৪ মিনিটে সতীর্থের ব্যাকপাস ধরে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন আর্সেনাল কিপার। কিন্তু ডেভিড রায়ার পাস পেয়ে যান রোমেরো। অতিথি কিপারকে বোকা বানিয়ে ব্যবধান কমান তিনি।

আবারও ভুলের খেসারত দিয়ে গোল খেয়ে বসে আর্সেনাল। ৮৪ মিনিটে ডেকলান রাইস বক্সের খানিকটা ভেতরে ফাউল করেন স্বাগতিক দলের বেন ডেভিসকে। পেনাল্টি থেকে সন হিউং মিন বল জালে জড়ান। ইনজুরি টাইম সাত মিনিট থাকলেও পয়েন্ট আদায় করার জন্য গোলের দেখা পায়নি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। 

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ