বৃথা গেল জ্যোতির লড়াই, বড় হারে সিরিজ শুরু মেয়েদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১৯:৪২

গত বছরের মে মাসে কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৬ রান তাড়া করে ১ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ের অতীত আছে বাংলাদেশ নারী দলের। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে বাংলাদেশ নারী দলের জয়ের রেকর্ড এটাই।

ভারত নারী দলের বিপক্ষে একই রান তাড়া করার টার্গেট ছিল বাংলাদেশের মেয়েদের। তবে রান তাড়া করে জয়ের রেকর্ড করতে পারেনি বাংলাদেশ নারী দল।

ব্যাটিং ব্যর্থতায় সিলেটে ভারতের বিপক্ষে  ৪৫ রানে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী দল।

উইমেন্স আইপিএলে রানের বণ্যা বইয়ে দিয়ে বাংলাদেশ সফরে আসা ভারতের মেয়েদের রানবণ্যায় ভেসে যাওয়ার শঙ্কা ছিল। তবে মারুফা (২/১৩), রাবেয়ার (৩/২৩) বোলিংয়ে সে শঙ্কায় পড়তে হয়নি বাংলাদেশ নারী দলকে। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে ভারত নারী দলকে ১৪৫/৭-এ আটকে ফেলেছে নিগার সুলতানা জ্যোতিরা।

ব্যাটিং পাওয়ার প্লে-তে ৩৯/১ স্কোরে বড় পুঁজির আবহ দিয়েছিল ভারত নারী দল। দ্বিতীয় উইকেট জুটির ৩১ বলে ৪৩ এবং তৃতীয় উইকেট জুটির ৩৩ বলে ৪৫ রানে রান পাহাড়ে চাপা পড়ারই শঙ্কা ছিল।  

তবে নারী পেসার ফারিহা তৃঞ্চার লো বাউন্সি ডেলিভারিতে স্মৃতি মান্ধনা বোল্ড আউটে (৯) ফিরে গেলে, রাবেয়ার বলে এক্সটা কভারে শেফালি ভার্মা (৩৩ বলে ৩ চার, ১ ছক্কায় ৩১) এবং পয়েন্টে ইয়াস্তিকা ভাটিয়া (২৯ বলে৬ বাউন্ডারিতে ৩৬) ক্যাচ দিলে ভারতকে চাপে ফেলতে পেরেছে বাংলাদেশের মেয়েরা।

লেগ স্পিন জাদুতে গত বছরের জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে পেয়েছিলেন রাবেয়া ৩ উইকেট (৩/১৬)। রোববার সিলেটে সেই অগ্নিমূর্তি নিয়ে হাজির এই লেগ স্পিনার (৩/২৩)।

প্রথম স্পেলে মার খাওয়ার পর শেষ ওভারে পেসার মারুফাও ভয়ংকর রূপ ছড়িয়েছেন (২/১৩)। শেষ ওভারে রিকা ঘোষ (১৭ বলে ২৩), পুজা বস্ত্রাকরের (৪) উইকেট শিকার করেছেন তিনি।

ভারত নারী দলের বিপক্ষে সর্বোচ্চ ১৪২ রান তাড়া করে জয়ের অতীত আছে বাংলাদেশের মেয়েদের। ৬ বছর আগে কুয়ালামপুরে ৭ উইকেটে জয়ের সেই অতীত থেকেই টনিক নিতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

নতুন বলে টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় এক পর্যায়ে স্কোর ছিল ৩০/৪। সেখান থেকে অধিনায়ক জ্যোতির একক লড়াইয়ে কাঁটায় কাঁটায় তিন অঙ্কে টেনে নিতে পেরেছে স্কোর। ৫ম উইকেট উইকেট জুটিতে স্বর্ণাকে সঙ্গে নিয়ে ৪২ বলে ৩২ রানে জ্যোতি নেতৃত্ব দেয়ায় হারের ব্যবধান কমাতে পেরেছে।

জ্যোতি টি-টোয়েন্টি ক্যারিয়ারে এদিন ৭ম ফিফটি উপহার দিয়েছেন। ভারতের বিপক্ষে এটি তার প্রথম ফিফটি। শেষ ওভারের দ্বিতীয় বলে পুজা বস্ত্রাকরকে পুল করতে যেয়ে বোল্ড আউটে থেমে যাওয়ার আগে জ্যোতি করেছেন ৪৮ বলে ৫ চার, ১ ছক্বায় ৫১ রান। ভারতের নারী পেসার রেনুকা সিং পেয়েছেন ৩ উইকেট (৩/১৮), পুজা বস্ত্রাকর পেয়েছেন ২ উইকেট (২/২৫)।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ