আজকের শিরোনাম :

ফাইনাল হেরে যা বললেন দ্রাবিড়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৯:২৭

এক যুগ পর দেশের মাটিতে আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে গোটা দল মুখিয়ে ছিল। তাদের এই আকাঙ্ক্ষা আরও তীব্র হয়েছিল হেড কোচ রাহুল দ্রাবিড়ের কারণে। ২০০৩ বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে তার অপ্রাপ্তি ঘুচিয়ে দিতে বদ্ধপরিকর ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ২০ বছর আগের পুনরাবৃত্তিই যেন হলো। ওইবারও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল সৌরভ গাঙ্গুলির ভারত। এবার কোচ হিসেবেও বিশ্বকাপ না জেতার আফসোস করতে হলো দ্রাবিড়কে। তবে ফাইনালের পারফরম্যান্স দিয়ে দলকে বিচার করতে নারাজ তিনি। ভারত ভয় নিয়ে এই টুর্নামেন্ট খেলেছে, এমন দাবি উড়িয়ে দিলেন দ্রাবিড়।

ভারত যে ফাইনালের আগে খেলা ১০ ম্যাচের সবগুলো জিতেছে, সেটা মনে করিয়ে দিলেন দ্রাবিড়। স্পষ্ট করে বলে দিলেন, ‘যা ছিল, সব দিয়েছি।’ ভারত আর ৪০ থেকে ৫০ রান বেশি করলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো মনে করেন তিনি। তাছাড়া বড় কোনও জুটি না হওয়াকে হারের অন্যতম কারণ বলেছেন দ্রাবিড়।

ম্যাচ শেষে প্রধান কোচ বলেছেন, ‘আমরা ভয় নিয়ে এই টুর্নামেন্টে খেলেছি, এ বিষয়ে আমি একমত নই। ফাইনালে প্রথম ১০ ওভারে ৮০ রান তুলেছি। কয়েকটি উইকেট হারালাম, উইকেট হারালে আপনাকে কৌশল ও ট্যাকটিকস বদলাতে হয়। ফাইনালেও আমরা ভয় নিয়ে খেলিনি।’

দ্রাবিড় বলে গেলেন, ‘ইংল্যান্ড ম্যাচেও আমরা দ্রুত উইকেট হারিয়ে ছিলাম, তারপর ভিন্নভাবে খেলেছি। প্রয়োজনে যেমন ভয়ডরহীন ক্রিকেট খেলেছি, তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে সতর্কও ছিলাম। উইকেট হারালে তো নতুন করে জুটি গড়তে হয়। মার্নাস-হেড যেমন জুটি গড়েছে। ওরা উইকেট হারায়নি বলে আক্রমণাত্মক থাকতে পেরেছে। আমাদের ক্ষেত্রে তেমনটা হয়নি।’

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ