আজকের শিরোনাম :

শান্তর হাফ সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৮ | আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১১

৬ ওভারের মধ্যে তিন উইকেট পড়ে গেলেও নির্ভীক ব্যাটিং করে গেছেন নাজমুল হোসেন শান্ত। ফলও পেয়েছেন হাতেনাতে। ৫৫ বলে ৭ চারে হাফ সেঞ্চুরি করেছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে নিযুক্ত বাংলাদেশের অধিনায়ক। ২০তম ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তিনি। এ নিয়ে টানা তিন ওয়ানডেতে পঞ্চাশ ছুঁলেন শান্ত। গত এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ ও তার আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রান করেন।

২২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১১৮ রান।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ