আজকের শিরোনাম :

আফ্রিদিসহ যে ছয় পেসারকে বিশ্বকাপ দলে চান ইউসুফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ২০:১১

চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সাদা বলের ক্রিকেটে বর্তমানে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের খুব বেশি সময় বাকি না থাকায় ইতোমধ্যেই দলগুলো প্রাথমিকভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ মনে করেন, আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা বর্তমান পাকিস্তান দলের রয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ দলে আফ্রিদিসহ ছয় পেসারকে চলে চান ইউসুফ।

১৯৯২ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর বেশ লম্বা সময় পার হলেও বিশ্ব শিরোপা জেতা হয়নি পাকিস্তানের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বাবর আজমের নেতৃত্বাধীন বর্তমান দলটি নিয়ে বেশ আশাবাদী মোহাম্মদ ইউসুফ। দলের পেস বোলিং অ্যাটাক নিয়েও দারুণ উচ্ছ্বসিত পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার।

ইউসুফের মতে, পাকিস্তানে এমন ছয়জন পেসার রয়েছে যারা বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার দাবি রাখে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাস্ট বোলিং বিভাগে আমাদের শাহিন শাহ (আফ্রিদি), নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম জুনিয়র আছে। এরপর ইহসানউল্লাহ ও জামান খানের মতো তরুণ পেসাররা রয়েছে। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের পেস বোলিংয়ে অনেক বিকল্প রয়েছে।’

ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারলে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ইউসুফ। তিনি বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে বর্তমানে আমাদের কম্বিনেশন খুবই ভালো। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ জনের মধ্যে আমাদের তিন জন রয়েছে। শাদাব খান, মোহাম্মদ নাওয়াজও দারুণ ক্রিকেটার। আমাদের তিন জন শীর্ষ মানের অলরাউন্ডার আছে, যারা দারুণ ফিল্ডারও। আমি বিশ্বাস করি, বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে আমাদের।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ