আজকের শিরোনাম :

ম্যানসিটিকে হারানোর মতো দল কম আছে : গুনদোয়ান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১৭:৪৬

আর চার দিন পরই ইউরোপসেরার লড়াইয়ে নামবে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা তুরস্কের ইস্তাম্বুলে মুখোমুখি হবে। তার আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। প্রথমে ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজ নিজেদের সেরা দাবি করে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দেন। এরপর রীতিমতো হুঙ্কারই দিয়েছেন সিটি মিডফিল্ডার ইলকাই গুনদোয়ান। তার মতে, ম্যানসিটিকে হারানোর মতো ক্লাব খুব কমই রয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ঘরে তোলার পর ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর পেপ গার্দিওলার শিষ্যরা। আর মাত্র একটা ধাপ বাকি ইংলিশ জায়ান্ট দলটির। ইন্টারের বাধা পার হতে পারলেই তারা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ দল হিসেবে ট্রেবল জয়ের ইতিহাস গড়বে। 

ম্যানসিটির সাম্প্রতিক ফর্ম স্বাভাবিকভাবেই ইন্টারের সঙ্গে লড়াইয়ের আগে ফেভারিটের তকমা দিয়েছে। দলের এমন সাফল্যের পেছনে কোচ গার্দিওলা এবং দুর্দান্ত স্কোয়াডের কৃতিত্ব দিয়েছেন গুনদোয়ান। সোমবার উয়েফাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের দলের মধ্যে অবিশ্বাস্য দক্ষতা রয়েছে। অসাধারণ সব খেলোয়াড় আছে দলে। আমাদের একজন বিস্ময়কর মানের কোচও আছেন, যিনি কৌশল (পরিবর্তন) করে বারবার আমাদের চ্যালেঞ্জ জানান, আমাদের নতুন একটি স্তরে নিয়ে যান এবং সব সমস্যার সমাধানও করে দেন।’

ইন্টারকে লক্ষ্য করে সঠিক পরিকল্পনা বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যদি একটি নির্দিষ্ট খেলায় (কোনো কৌশল) ভালোভাবে কাজ না করে, তবে সব সময় (আমাদের কাছে) বিকল্প রয়েছে, যেগুলোতে আমরা ফিরে যেতে পারি। (আমাদের দলের মধ্যে বিভিন্ন) জিনিসের এই মিশ্রণটি অত্যন্ত ভালো। যদি আমরা মানসিকভাবে দৃঢ় থাকি এবং সাম্প্রতিক সপ্তাহগুলোর মতো একই মনোভাব আমাদের থাকে, তবে আমি এমন বেশি সংখ্যক দল দেখি না যারা আমাদের হারাতে পারে।’

জার্মানির নাগরিক হলেও, বাবা-মায়ের সূত্রে তুরস্কের নাগরিকত্বও রয়েছে গুনদোয়ানের। সেই প্রসঙ্গ টেনে ৩২ বছর বয়সী এই তারকা বলছেন, ‘(তুরস্ক) আমার বাবা-মায়ের জন্মভূমি (হওয়ায়) এই ফাইনালে খেলতে পারাটা স্বাভাবিকভাবেই আমাকে অবিশ্বাস্যভাবে গর্বিত করছে। আমার পরিবার এটার জন্য মুখিয়ে আছে, আমার বন্ধুরা মুখিয়ে আছে এবং অবশ্যই, আমি নিজেও মুখিয়ে আছি।’

আগামী ১০ জুন দিবাগত রাতে ম্যানসিটি-ইন্টার মহারণে নামবে। সেদিনই পূর্ণ হতে পারে ম্যানসিটির ট্রেবল জয়ের স্বপ্ন। একই সুযোগ রয়েছে ইন্টারের সামনেও। ইতোমধ্যে তারাও কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানা জিতে নিয়েছে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ