আজকের শিরোনাম :

অ্যাসেনসিওর পর এবার রিয়াল ছাড়ছেন আরেক স্ট্রাইকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১৩:৫২

চলতি মৌসুম শেষে রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মার্কো অ্যাসেনসিও। ধারণা করা হচ্ছে তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। গ্যালাক্টিকোরা তাকে নতুন চুক্তি অফার দিলেও তিনি তা নাকচ করে দিয়েছেন। এবার আনুষ্ঠানিকভাবে রিয়াল ছাড়ছেন আরেক স্ট্রাইকার।

শনিবার (৩ জুন) রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে যে স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ এই গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়বেন।

ইতোমধ্যে ক্লাবটি তার ওয়েবসাইটের মাধ্যমে এক বিবৃতিতে মারিয়ানোকে তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছে।

বিবৃতিতে লেখা হয়েছে, “রিয়াল মাদ্রিদ মারিয়ানোর প্রতি কৃতজ্ঞতা এবং স্নেহ প্রকাশ করতে চায়, যিনি ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত আমাদের যুব একাডেমির সঙ্গে ছিলেন এবং ছয়টি মৌসুমের জন্য প্রথম দলে ছিলেন, সেই সময়ে তিনি ১৩টি শিরোপা জিতেছিলেন, ২টি ইউরোপিয়ান কাপ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২টি ইউরোপিয়ান সুপার কাপ, ৩টি লীগ, ১টি কিংস কাপ এবং ২টি স্প্যানিশ সুপার কাপ।

রিয়াল মাদ্রিদ তাকে এবং তার পরিবারের সকলকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়।

মারিয়ানো (২৯) ২০১১ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং ২০১৬ সালে প্রথম দলের হয়ে অভিষেক হওয়ার আগে তাদের সি-টিম এবং বি-টিমের হয়ে খেলেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ