আজকের শিরোনাম :

রিজার্ভ ডেতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কোন নিয়মে হবে আইপিএল ফাইনাল?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ০০:৫২

তুমুল বৃষ্টির জন্য রোববার (২৮ মে) ভেস্তে গেল আইপিএলের ফাইনাল। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের একটি বলও এদিন মাঠে গড়ায়নি। সোমবার (২৯ মে) রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। একই নিয়মে সেদিন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সেদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবারও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডেও ভেস্তে যায়, অর্থাৎ অন্তত ৫ ওভার করে মোট ১০ ওভারও খেলা না হয় তা হলেও আইপিএল চ্যাম্পিয়ন কোন দল সেটি জানা যাবে। সেক্ষেত্রে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটান্স হবে চ্যাম্পিয়ন। অর্থাৎ, পরপর দু’বার চ্যাম্পিয়ন হবে হার্দিক পান্ডিয়ারা। আর রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে মহেন্দ্র সিং ধোনিদের।

এর আগে, রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনালে হানা দেয় বৃষ্টি। চেন্নাই সুপার কিংস আর গুজরাট টাইটান্সের খেলোয়াড়-সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কখন কমবে বৃষ্টি। বাংলাদেশ সময় রাত আটটায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। অবশেষে রোববার সেই বৃষ্টিরই জয় হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ