আজকের শিরোনাম :

যুক্তরাষ্ট্রের লিগে খেলোয়াড় প্রতি ২৫ হাজার ডলার চায় পাকিস্তান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৯:৩৪

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মেজর লিগ ক্রিকেট (এমএলসি) নামের টুর্নামেন্টটি পর্দায় উঠবে আগামী ১৩ জুলাই। সে লক্ষ্যে ইতোমধ্যে স্থানীয় খেলোয়াড়দের ড্রাফট হয়ে গেছে। এবার চলছে বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর কার্যক্রম।

এমএলসি কর্তৃপক্ষ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তাদের খেলায়াড়দের অনাপত্তিপত্র দেয়ার জন্য অনুরোধ করছে। পিসিবি তাতে সায় দিলেও রেখেছে শর্ত। তা হলো ক্রিকেটারদের অনাপত্তিপত্রের বিনিময়ে খেলোয়াড়প্রতি ২৫ হাজার মার্কিন ডলার দিতে হবে পিসিবিকে।

পাকিস্তানের সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, এমএলসির কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিতে চায়। এ জন্য পিসিবির কাছে অনাপত্তির অনুরোধ জানিয়েছে এমএলসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, শর্তসাপেক্ষে খেলোয়াড় ছাড়তে রাজি আছে পিসিবি। শর্ত হচ্ছে খেলোয়াড় প্রতি নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হবে। এ ক্ষেত্রে অর্থের পরিমাণ ক্রিকেটার–প্রতি ২৫ হাজার মার্কিন ডলার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পিসিবির কাছে সময় চেয়েছে এমএলসি কর্তৃপক্ষ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ