ইংল্যান্ডের তারকা ফুটবলারে নজর রিয়াল মাদ্রিদের!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০০:০৪

চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। লা লিগাসহ চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী দলবদলে ইংল্যান্ডের তারকা ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহী মাদ্রিদ। ক্লাবটি তাদের আক্রমণভাগকে শক্তিশালী করার লক্ষ্যে গ্রীষ্মকালীন দলবদলে ইংল্যান্ডের ফুটবলারসহ একাধিক ফুটবলারের ওপর নজর রেখেছে।

ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক এবং টটেনহ্যামের ফরোয়ার্ড হ্যারি কেইনকে পরবর্তী দলবদলে নিজেদের করে নিতে চায় মাদ্রিদ। তবে সেজন্য তাদেরকে লড়তে হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখের সঙ্গে। ইংল্যান্ডের তারকা ফুটবলারের ওপর নজর রয়েছে ম্যানইউ ও বায়ার্নেরও।

ইপিএলের ক্লাব ম্যানইউ যে কোনো মূল্যে হ্যারি কেইনকে আগামী মৌসুমে দলে পেতে চায়। অন্যদিকে, বায়ার্নও চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে দলে পেতে চায় কেইনকে। দুই দলের লড়াইয়ে তৃতীয় দল হিসেবে আবির্ভাব ঘটেছে রিয়াল মাদ্রিদের। ইংল্যান্ডের অধিনায়ককে দলে ভেড়াতে পারলে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ যে আরও শক্তিশালী হবে সে ব্যাপারে সন্দেহ নেই।

স্প্যানিশ ক্লাবটি শুধু হ্যারি কেইনের ওপরই নজর রাখছে না। রিয়াল মাদ্রিদের নজরে রয়েছে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেও। এই দুই তারকা ফুটবলার থেকে যে কোনো একজনকে আগামী মৌসুমে দলে নিয়ে নিজেদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে চাইছে তারা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ