অভিষেকেই হৃদয়ের ফিফটি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১৬:৫৬

দীর্ঘ ১৫ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। দ্বিপাক্ষিক এই সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর দুইটায় মাঠে নামছে দুই দল। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। ইনিংসের হাল ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন নাজমুল হাসান শান্ত। তবে চতুর্থ উইকেট জুটিতে অভিষিক্ত তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছেন সাকিব আল হাসান। 

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে ১৪০তম ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হয়েছেন হৃদয়। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচ রাঙাতে ভুল করেননি এই তরুণ। প্রথম ম্যাচেই পেয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে অর্ধশতক। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান।  
 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ