ঢাকাকে ১১৩ রানের লক্ষ্য দিল খুলনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩১

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) আজ বুধবারের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সম্মানজনক সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন খুলনা টাইগার্সের ব্যাটম্যানরা। নির্ধারিত ওভার শেষে সিলেটের বিপক্ষে খুলনার সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১১৩। সর্বোচ্চ ৪১ রান করেন মাহমুদুল হাসান জয়। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাট করতে নামে খুলনা। রান পাননি টপ অর্ডারের কোনো ব্যাটারই। মুনিম শাহরিয়ার (৩), অ্যান্ড্রু ব্যালবার্নি (৭) ও শাই হোপ ফিরেছেন (৯) রান করে। চারে নামা জয় এদিন দলের হাল ধরেন। তবে ক্রিজে থিতু হয়ে তিনি ফিরেছেন ৪১ রানে।  

রান পাননি ইয়াসির রাব্বি (১২), সাব্বির রহমান (৬), সাইফউদ্দিনরা (৬)। শেষ দিকের ব্যাটার নাহিদুল ইসলামের ২২ রানে ভর করে শতরানের কোটা পার করে খুলনা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে হোপের দল করে ১১৩ রান।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ