আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ১৩:৫৯

গত বছরটা যেভাবে আলো ছড়িয়েছেন তাতে মেহেদী হাসান মিরাজের বর্ষসেরা একাদশে জায়গা পাওয়াটা প্রত্যাশিতই ছিল। হয়েছেও তাই। বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়েছে অফস্পিনিং অলরাউন্ডারের।
২৮.২০ গড়ে ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রানে ৪ উইকেট। ৬৬ গড়ে ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৩৩০ রান। যেখানে একটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি ফিফটি।
বর্ষসেরা ওয়ানডে দলটির অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে।
বর্ষসেরা ওয়ানডে দল
বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা। এবিএন/এসএ/জসিম
বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা। এবিএন/এসএ/জসিম
এই বিভাগের আরো সংবাদ