আজকের শিরোনাম :

পর্তুগাল শিবিরে চোটের হানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১৯:৫৬

পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসের বেশ পছন্দের ফুটবলার দানিলো পেরেইরা। রক্ষণভাগে পেরেইরা তার কাছে ভরসার নাম। কিন্তু আগামীকাল সোমবার রাতে কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে এই ডিফেন্ডারকে পাবেন না সান্তোস। চোটের কারণে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ছিটকে গেছেন তিনি।

বেশ কয়েকটি পর্তুগিজ সংবাদ মাধ্যমের মতে, গ্রুপ পর্বেই আর দেখা যাবে না পেরেইরাকে।
পর্তুগাল দলের পক্ষ থেকে আজ রোববার জানানো হয়েছে, গত শনিবার অনুশীলনে পাঁজরের তিনটি হাড় ভেঙেছে পেরেইরার। তিনি কবে মাঠে ফিরবেন, তা বলা হয়নি। এরপর পেরেইরার ইনজুরি নিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না পেরেইরা। পর্তুগাল যদি নকআউট পর্বে জায়গা করে নেয়, সেখানেও ৩১ বছর বয়সী এই ফুটবলারের অংশগ্রহণ নিশ্চিত নয়।  

‘এইচ’ গ্রুপে থাকা পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে হারায় ঘানাকে। সোমবার উরুগুয়ের বিপক্ষে খেলবে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। গ্রুপের শেষ ম্যাচে আগামী ২ ডিসেম্বর পর্তুগালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

এবিএন/আব্দুর রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ