আজকের শিরোনাম :

ঝুলনের বিদায়ী ম্যাচে হোয়াইট ওয়াশের উৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৩

আন্তর্জাতিক নারী ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে ওডিআই ক্রিকেটে ২শ' উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ঝুলন গোস্বামী। আড়াইশ' উইকেট ক্লাবেরও একমাত্র সদস্য ভারতের বাঙালী কন্যা'র।

৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার পশ্চিমবঙ্গের এই মেয়েটি লম্বা ক্যারিয়ারে আইসিসি উইমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার ২০০৭ এ ভুষিত হয়েছেন। ২০০২ সালের ৬ জানুয়ারি চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই ক্রিকেট দিয়ে শুরু করেছিলেন আন্তর্জাতিক অভিষেক।

আন্তর্জাতিক ক্রিকেটে ২ দশক কাটিয়ে শনিবার লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে জানিয়েছেন গুডবাই। ওডিআই অভিষেকে দেখেছেন ভারতের জয়, ফেয়ারওয়েল ম্যাচেও জিতেছে ভারত।

অভিষেকে দলের জয়ে অবদান রেখেছেন, পেয়েছেন ২ উইকেট (২/১৫), ফেয়ারওয়েল ম্যাচেও ফিরে পেয়েছেন ২০ বছর আগের সুখস্মৃতি। পেয়েছেন ২ উইকেট (২/৩০)!
ঝুলন গোস্বামীর বিদায়ী সিরিজকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তাঁর সতীর্থরা। ইংল্যান্ডকে তাদের মাটিতেই এক দিনের সিরিজে ৩-০ তে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়ে ব্যবধানে ঝুলনের ফেয়ারওয়েল ম্যাচকে স্মরণীয় করে রেখেছে হরমনপ্রীত কউররা।

২০১৭ সালে লর্ডসে নারী বিশ্বকাপের ফাইনালের ৫ বছর পর লর্ডসে ইংল্যান্ড-ভারতের ফিরতি লড়াই এটি। ঝুলন জীবনের শেষ আন্তর্জাতিক ইনিংসে গোল্ডেন ডাক পেয়েছেন! কেম্পের বল মোকাবেলা করতে এসে হয়েছেন বোল্ড (১ বলে ০)। স্মৃতি মান্ধনা (৭৯ বলে ৫ চার এ ৫০) এবং দিপ্তি শর্মার (১৪২ বলে ৬৮*) ফিফটিতে ১৬৯/১০ স্কোর করে ১৬ রানে জিতে লর্ডসে নারীদের ক্রিকেটে সবচেয়ে কম স্কোর চেজ করে জয়ের রেকর্ড করেছে ভারত।
তা সম্ভব হয়েছে রেনুকা সিং (১০-১-২৯-৪), রাজেস্বরী (১০-১-৩৮-২) এবং ফেয়ারওয়েল ম্যাচে ঝুলন গোস্বামীর (১০-৩-৩০-২) বোলিংয়ে।
 শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে ১৬ রানে জিতল ভারত। হরমনদের ১৬৯ রানের জবাবে ইংল্যান্ড করল ১৫৩ রান।
ঝুলনের শেষ আন্তর্জাতিক ম্যাচে তাঁকে নিয়েই টস করতে যান হারমনপ্রীত। ৩৯ বছর ৩০৪ দিন বয়সী পেসারকে ফেয়ারওয়েল ম্যাচে টস করতে দিয়ে করেছেন সম্মানিত।
 ব্যাট করতে নামার সময় ঝুলনকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আবার ভারত ফিল্ডিং করতে নামার সময় তাঁকে একই ভাবে ‘গার্ড অব অনার’ দিয়েছেন টিমমেটরা। ঝুলন ব্যাট করতে যাওয়ার সময় বা নতুন বল হাতে আক্রমণ শুরুর সময় হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন উপস্থিত দর্শকরা। ঝুলন স্লিপে অনবদ্য ক্যাচ ধরে সোফি একলেস্টোনকে সাজঘরে ফেরাতেই উচ্ছ্বাস দেখা গিয়েছে লর্ডসের গ্যালারিতে।
 ১০ ওভারে ৩ মেডেন, ৬০টি বলের ৪৫টি ডট ! ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচেও ঝুলন যেনো সেই আগের মতোই। ১০ ওভার শেষ হওয়ার পরও সতীর্থরা ছুটে এসে জড়িয়ে ধরেন ঝুলনকে। ক্যারিয়ার থেমেছে তার আন্তর্জাতিক ম্যাচে ৩৫৫ উইকেট ঝুলিতে জমা রেখে।

দেশের হয়ে ১২টি টেস্ট, ২০৪টি এক দিনের ম্যাচ এবং ৬৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলার পর থেমেছেন তিনি বোলার। ২০৪টি ওয়ানডে ম্যাচে ২৫৫ উইকেটে এভারেস্টে পা পড়েছে তার। তবে এভারেস্ট শৃঙ্গে পা রেখেও বিশ্বকাপের ট্রফিতে হাত না রাখার আফসোস নিয়ে থামতে হলো নদীয়ার মেয়েটিকে।

ভারত : ১৬৯/১০ (৪৫.৪ ওভারে)
ইংল্যান্ড : ১৫৩/১০ (৪৩.৩ ওভারে)
ফল: ভারত ১৬ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : রেনুকা সিং (ভারত)।
প্লেয়ার অব দ্য সিরিজ : হারমানপ্রীত কাউর (ভারত)।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ