আজকের শিরোনাম :

সাব্বিরকে দলে নেয়ার যে ব্যাখ্যা দিলেন নান্নু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ২০:৪৪

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১১.২২ স্ট্রাইক রেটে ৬ ম্যাচে মাত্র ১০৯ রান করেছিলেন সাব্বির রহমান। টি-টোয়েন্টি সংস্করণে বাজে সময় কাটিয়ে উঠতে না পারলেও ৫০ ওভারের সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ৩৯.৬১ গড়ে ১৫ ম্যাচে করেছিলেন ৫১৫ রান।

১০২.৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করা সাব্বির পুরো আসরে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। ডিপিএলের পারফরম্যান্সে বাংলাদেশ ‘এ’ দলে ফেরেন সাব্বির। ‘এ’ দলের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের দলে ফিরলেন তিনি। সাব্বিরকে ৩ বছর পর জাতীয় দলে ফেরানোর ব্যাখ্যা দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।

এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধান নির্বাচক বলেন, ‘ওকে (সাব্বির) টি-টোয়েন্টিতে, ঘরোয়া ক্রিকেটে দেখেছি। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে এজন্য চিন্তা ভাবনা করে ওকে অন্তর্ভূক্ত করা হয়েছে।’

এদিকে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডারের চাওয়াতেই সাব্বিরকে দলে নেয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘আমরা সবারই চাহিদা একসঙ্গে আলোচনা করে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এজন্য অন্তর্ভূক্ত করা হয়েছে।’

ডিপিএলে ভালো খেলা সাব্বির বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা রয়েছে মারকুটে এই ব্যাটারের। বাংলাদেশের প্রধান নির্বাচক মনে করেন, ওয়েস্ট ইন্ডিজে খেলার অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাবেন সাব্বির।

নান্নু বলেন, ‘কিছু কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে এভাবে চিন্তা করতে হয় আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা দেখতে হয়। যেহেতু আমাদের এখানে ইনজুরির তালিকাটা অনেক বেশি। সেই হিসেবে চিন্তা করে একজন মিডল অর্ডার ব্যাটার দরকার।’

‘যেহেতু ওয়েস্ট ইন্ডিজে এ দলে র সঙ্গে ওকে পাঠাচ্ছি (পাঠিয়েছি) ওয়ানডে খেলার জন্য। ওইখানে কিছু আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা পাবে এবং আশা করি সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগাবে।’

 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ