আজকের শিরোনাম :

এবার ৯ বছর পর আফগানিস্তানকে হারাল আয়ারল্যান্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০০:৪৬

আফগানিস্তান: ১৬৮/৭ (২০.০ ওভারে)
আয়ারল্যান্ড : ১৭১/৩ (১৯.৫ ওভারে)
ফল : আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : বালব্রিন (আয়ারল্যান্ড)।

ফরম্যাট দু'টি আলাদা। তবে দু'টি দিকে মিল অনেকটা কাকতালীয়ই বটে। ওয়ানডেতে বাংলাদেশের র‍্যাঙ্কিং যেখানে ৯, সেখানে জিম্বাবুয়ের ১৫। টোয়েন্টি-২০তে আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের র‍্যাঙ্কিংয়ের চিত্র একই !!  
হারারতে বাংলাদেশকে ৯ বছর পর সিরিজ হারানোর উৎসব করেছে জিম্বাবুয়ে। ৪৮ ঘন্টা আগে জিম্বাবুয়ের ওই উৎসব থেকে টনিক পেয়েছে আয়ারল্যান্ড !

আশ্চর্য হলেও সত্য, চলমান ওয়ানডে সিরিজ শুরুর আগে ওডিআই ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বশেষ জয়টি ছিল ৯ বছর আগে, ২০১৩ সালে। ৯ বছর পর সিরিজ জয়ের উৎসবও করেছে সেই জিম্বাবুয়ে। হারারের এই উৎসবটা বেলফাস্টে করেছে স্বাগতিক আয়ারল্যান্ড।

২০১৩ সালের পর টি-২০তে আফগানিস্তানের বিপক্ষে জয় ভুলতে বসা আয়ারল্যান্ড মঙ্গলবার রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব জাদরানের হারিয়ে ৯ বছর পর করেছে উৎসব! শেষ ওভারে নাভিন উল হক-কে পর পর দু'টি বাউন্ডারি মেরে ১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে টি-২০ সিরিজ শুরু করেছে আয়ারল্যান্ড।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ওসমান ঘানির ৪২ বলে ৫৯ রানে ভর করে ১৬৮/৭ স্কোর করে আফগানিস্তান। এই স্কোর তাড়া করতে শুরু থেকে ইতিবাচক ব্যাটিং করেছে আয়ারল্যান্ড। ওপেনিং পার্টনারশিপের ৬১, দ্বিতীয় উইকেট জুটির ৬২ এবং অবিচ্ছিন্ন চতুর্থ জুটির ১২ বলে ২৫ রানে জয় পেয়েছে আয়ারল্যান্ড।

অধিনায়ক বালব্রিন (৩৮ বলে ৫ চার, ২ ছক্কায় ৫১), মিডল অর্ডার লরকান টাকার (৩২ বলে ৬ চার, ১ ছক্কায় ৫০) ম্যাচটা হাতে এনে দিয়েছেন আয়ারল্যান্ডকে। শেষ ১২ বলে ২৪ রান কিংবা শেষ ৬ বলে ১৩ রানের টার্গেট কঠিন হতে দেননি ডকরেল (৫ বলে ১০ঁ), টেক্টর (১৫ বলে ২৫*)। ১৯তম ওভারে ফজল হক ফারুকীকে টেক্টর মেরেছেন ছক্কা।

২০তম ওভারের ৪র্থ ও ৫ম বলে ডকরেল বাউন্ডারি শটে জয় নিশ্চেত করেছেন। লেগ স্পিনার রশিদ খান, অফ স্পিনার মুজিব জাদরাণ, টি-২০'র নাম্বার ওয়ান অলরাউন্ডার মোহাম্মদ নবী সবাইকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে আইরিশ ব্যাটাররা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ