আজকের শিরোনাম :

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ ঢাকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ১৮:১২

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে সিলেট সানরাইজার্স। এ ম্যাচে সিলেটকে হারিয়ে প্রতিশোধ নিতে চায় মাহমুদউল্লাহ রিয়াদের ঢাকা।

সিলেট সানরাইজার্স আছে ফুরফুরে মেজাজে। সীমিত সামর্থ্য নিয়ে দুর্দান্ত খেলে চলেছে সানরাইজার্সরা। বড় কোনো তারকা না থাকলেও, নিজেদের বোঝাপড়ার মাধ্যমেই দল হিসেবে একাট্টা সৈকতের দল। কুমিল্লা ম্যাচে ৯৬ রানের পুঁজি নিয়েই লড়াই করেছিল জম্পেস। বিপিএলের ঢাকা পর্বে মিনিস্টার গ্রুপ ঢাকাকে হারিয়েছিল সিলেট। এবার চট্টগ্রামেও তাদের হারের তিক্ততা দিতে চায় মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে, হারের বৃত্ত ভাঙতে চায় ঢাকা। প্লে অফের টিকিট পেতে হলে জয় ভিন্ন কোনো ভাবনা আনা সম্ভব নয় তাদের পক্ষে। আফগানিস্তান থেকে উড়ে আসা নতুন রিক্রুটদের নিয়ে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বিপিএলের শুরু থেকেই আলোচনায় ছিল ঢাকা। শুরুতে তো ফ্রাঞ্চাইজিটির মালিকপক্ষ কে, সেটা নিয়েই প্রশ্ন ছিল হাজার খানেক। শেষ পর্যন্ত সে আলোচনা শেষ হলে, মাঠের খেলায় আবারও প্রশ্নের জন্ম দেয় মিনিস্টার গ্রুপের দলটা।

এক গাদা তারকা ক্রিকেটার নিয়ে দল সাজালেও, আসছে না ফলাফল। প্রথম ম্যাচে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েও, ডিফেন্ড করতে পারেনি ঢাকার বোলাররা। পরের ম্যাচে আবার উল্টো ঘটনা। বোলাররা মোটামুটি পারলেও, ব্যর্থ হন ব্যাটাররা। এ দুই ম্যাচে তামিম ইকবাল ফিফটি হাঁকালেও তার ইনিংসটির গতি নিয়ে আলোচনা ছিল অনেক। পরের ম্যাচ ঘুঁরে দাড়ায় রিয়াদ বাহিনী। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাঘের মতো প্রতি আক্রমণ করে উড়িয়ে দেয় ফরচুন বরিশালকে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ