আজকের শিরোনাম :

বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী টেইট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ২০:৫০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের  পেস বোলিং কোচ হবার ইচ্ছা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। ওটিস গিবসন চলে যাওয়ায় শূন্য হয়ে আছে পদটি।

বিসিবির সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন গিবসন এবং ইতোমধ্যে ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারে যোগ দিয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানদের সাথেও কাজ করবেন তিনি।

২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়ার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া টেইট বলেন, ‘অবশ্যই  আমি আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘নিয়োগ দেয়ার আগে  বিসিবি  কিছুটা সময় পেয়েছে। এটি একটি দুর্দান্ত কাজ হবে।’

ঘন্টায়  ১৬০ কিলোমিটারের বেশি গতিবেগে বল করতে  সক্ষম স্বল্প সংখ্যক পেসারের  মধ্যে একজন টেইট। সম্প্রতি আফগানিস্তান দলের সাথে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। 

এই স্বল্প  সময়েই  বাংলাদেশের  তরুণ পেসার শরিফুল ইসলামের বোলিংয়ে মুগ্ধ টেইট। 

টেইট বলেন, ‘বাংলাদেশে এখন বেশ  ভালো কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে। তারা দুর্দান্ত খেলোয়াড় হতে পারে। শরিফুল একজন আক্রমণাত্মক বাঁ-হাতি বোলার। এই দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছেন। সে এখন যথেষ্ট ক্রিকেট খেলছে ।  আমি জানি সে কি করছে, তার সাথে কাজ করার অপেক্ষায় আছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে তরুণ খেলোয়াড় রয়েছে, এমনকি পেসাদের গভীরতা অনেক। আগামী ৫-৬-৭ বছর বাংলাদেশের ক্রিকেট উত্তেজনাপূর্ণ হতে চলেছে।’

এই মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শরিফুল। যদিও টেস্টের নায়ক এবাদত হোসেন ছিলেন, কিন্তু মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৯ রানে ৩ উইকেট নিয়ে দলকে শুরুতেই উজ্জীবিত করে তোলেন শরিফুল। নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টেও উইকেটের স্বাদ নিয়েছিলেন এই পেসার।

টেইট বলেন, ‘ঐ (নিউজিল্যান্ড) সফরটি বাংলাদেশের জন্য ভালো ছিল এবং অবশ্যই তার (শরিফুল) জন্য। সে আক্রমণাত্মক কওে এবং  সে স্টাম্পে বোলিং করে।’

বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যানর জালাল ইউনুস সাংবাদিকদের জানান, টেইট তাদের সাথে কাজ করতে আগ্রহী, বিষয়টি জেনে খুশি তারা। তবে তিনি আরও জানান, কথা বলার আগে তারা বিপিএলে তার পারফরমেন্স দেখবেন। 

জালাল বলেন, ‘ তিনি আমাদের সাথে কাজ করতে আগ্রহী জেনে আমরা আনন্দিত। তিনি (টেইট) এখানে এসেছেন বিপিএলে চ্যালেঞ্জার্সের সাথে কাজ করতে এবং সেখানে আমরা তার পারফরমেন্স দেখব।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ