আজকের শিরোনাম :

বাবরদের বৃষ্টি উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ২০:২৯

ঢাকা টেস্টের দুইদিন নষ্ট করে দিল ডিসেম্বর মাসের বৃষ্টি। গতকাল রবিবার দ্বিতীয় দিনে ৬.২ ওভার খেলা হলেও আজ তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়ায়নি। প্রবল বর্ষণের কারণে দুই দলের ক্রিকেটাররা হোটেল ছেড়ে মাঠেই যাননি। গতকাল বৃষ্টিভেজা মিরপুর শেরে বাংলায় 'স্লাইডিং' করে গ্যালারিতে থাকা দর্শকদের মাতিয়ে দিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তখন বাবর আজমরা কী করছিলেন?

দুই দলই গতকাল সারাটা দিন ড্রেসিংরুমে কাটিয়েছে। মাঝে আধঘণ্টার মতো খেলা হয়েছে। ম্যাড়ম্যাড়ে সময় কাটাতে সাকিব ফিরে গিয়েছিলেন শৈশবে। হুট করে মাঠে নেমে উইকেট ঢেকে রাখা ত্রিপলের ওপর স্লাইড করেন। ঠিক সেই সময় নিজেদের ড্রেসিংরুমে বাবর আজমরা 'রেইনি ডে' উদযাপন করছিলেন। পাকিস্তান ক্রিকেট দলের টুইটার পেইজে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেল বাবর আজমদের 'রেইনি ডে' উদ্‌যাপনের দৃশ্য।

 

ওই অলস সময়টুকুতে ড্রেসিংরুমে মজার ক্রিকেট খেলেছেন বাবর আজমরা। ড্রেসিংরুমটাই যেন মাঠ হয়ে গিয়েছিল। খেলাটি সম্প্রচার করতে আসা টিভি ক্রুরাও কাল সময় কাটিয়েছেন ক্রিকেট খেলে। পাকিস্তান ক্রিকেটের টুইটারে লেখা হয়েছে, 'বৃষ্টি আজ ছেলেদের মাঠের বাইরেই রেখে দিল। তবে তারা ড্রেসিংরুমে নিজেদের মাঝেই ম্যাচ খেলে কাটিয়েছে। বাবর আজম প্রথমে ব্যাট করেছে, বেশ সতর্ক শুরু ছিল।'

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ