আজকের শিরোনাম :

এখনও জয়ের স্বপ্ন দেখেন ডোমিঙ্গো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০০:১৯

চতুর্থ ইনিংসে পাকিস্তানকে বড় চ্যালেঞ্জ দিতে পারেনি। দিতে পেরেছে মাত্র ২০২ রানের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিতে এসে চতুর্থ দিন শেষে পাকিস্তানের স্কোর ১০৯/০। জয়ের জন্য আর মাত্র ৯৩ রান দরকার তাদের।

এমন পরিস্থিতিতে পাকিস্তান পাচ্ছে জয়ের আবহ। অলৌকিক কিছু না ঘটলে বাংলাদেশের জয় অসম্ভবই বটে। তবে প্রথম তিন দিন প্রথম সেশনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভয়ংকর রূপ ছড়িয়েছে বোলাররা।

এই ৯৩ রানের লড়াইয়ে বাংলাদেশকে নিয়ে জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো-'যেভাবে ছেলেরা লড়াই করেছে তাতে আমি গর্বিত। এটা ঠিক, পাকিস্তান ম্যাচে এগিয়ে আছে। তারে ৯৩ রান প্রয়োজন, আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে। টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে, এটা বিশ্বাস করেই কাল (আজ) মাঠে নামতে হবে। প্রথম আধঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।'

তৃতীয় দিনের শেষ সেশনে এসে ম্যাচের নিয়ন্ত্রন হারিয়েছে বাংলাদেশ। এই সেশনের ব্যাটিংকেই অভিযুক্ত করছেন ডোমিঙ্গো-'প্রথম দুই দিনে আমরা ভালো খেলেছি। তৃতীয় দিনেরও অধিকাংশ সময় আমরা ভালো খেলেছি, কিন্তু গতকাল (তৃতীয় দিনে) শেষ সেশনে আমরা ভালো ব্যাট করতে পারিনি। এটাই আমাদের চাপে ফেলেছে। এটা হতাশার। আমি মনে করি এর আগে পর্যন্ত আমরা বেশ ভালো টেস্ট ক্রিকেট খেলতে পেরেছি। আমরা প্রথম ইনিংসে লড়াই করার মত সংগ্রহ পেয়েছিলাম।

এরপর বোলাররা নিজেদের কাজটা বেশ ভালো ভাবেই করেছে, যার ফলে আমরা লিড নিতে পেরেছি। তবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যার্থতা আমাদের চাপ বাড়িয়েছে। আমরা যখন চার উইকেট হাতে রেখে ১৯৬ রানের লিড নিয়ে এগিয়ে ছিলাম, ক্রিজে দু'জন ব্যাটার ভালো অবস্থানে ছিলেন। আমরা আশা করেছিলাম এই দুই ব্যটারের পার্টনারশিপে আরও ৪০-৫০ রান যোগ হলে পাকিস্তানকে চাপে ফেলা যেত। তারা আরও একটু বেশি ব্যাটিং করতে পারলেই আমরা এগিয়ে থাকতে পারতাম।'

নতুন বলে টপ অর্ডারদের ব্যাটিংটা প্রত্যাশিত হচ্ছে না বলে তার বিরূপ প্রভাব পড়ছে, তা মনে করছেন ডোমিঙ্গা-'নতুন বলে আমরা নিজেদের মানিয়ে নিতে পারছি না। নতুন বলে ব্যাটিং করার সময় আমরা চাপে পড়ে যাচ্ছি। উইকেটে টপ অর্ডাররা নিজেদের মানিয়ে নিতে পারছে না। সাইফ-সাদমানকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং ভালো বোলিং লাইন-আপকে সামাল দিতে হবে।'

মিডিয়ায় ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করতে চান না ডোমিঙ্গো। তা সাফ সাফ বলেছেন-'আমি মিডিয়ার সামনে ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করতে চাই না। তবে আমি মনে করি আমরা কিছু মোমেন্টাম নিয়ে আলোচনা করতে পারি।'

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ