আজকের শিরোনাম :

সাকিবের জোড়া উইকেটে বাংলাদেশের স্বস্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১৮:৪৯

শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তবে এরপরই লঙ্কানরা ম্যাচে ফিরেছে দারুণভাবে। পাথুম নিশাঙ্কা আর চারিথ আসালঙ্কার ব্যাটে ঝড় তুলে এখন মাহমুহউল্লাহর দলকে রীতিমতো চাপেই ফেলে দিয়েছিল শ্রীলঙ্কা। তবে দুজনকে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি সাকিব আল হাসান, ফিরিয়েছেন নিশাঙ্কাকে, এরপর আভিষ্কা ফার্নান্দোকেও। তাতেই স্বস্তি পেয়েছে বাংলাদেশ।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় লঙ্কানরা। নাসুম আহমেদের চতুর্থ বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয় কুশল পেরারা। ওপেনিং ব্যাটারকে হারিয়ে যেন আরো জ্বলে উঠে শ্রীলঙ্কা।

পাওয়ার প্লেতে ৫৪ রান তোলেন আশালাঙ্কা ও নিশাঙ্কা। আশালাঙ্কা নাসুমের ৩য় ওভারে দুটি ছয় মেরে ঝড়ো শুরু করেন। পাওয়ার প্লের শেষ ওভারে  মাহেদি হাসানের বলে ১৫ রান তোলে শানাকার দল। তবে নিশাঙ্কা আসালঙ্কার জুটি যখনই বিপদজনক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিল লঙ্কানরা, তখনই সাকিব আল হাসান আঘাত হানলেন; ফেরালেন নিশাঙ্কাকে। তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরে এলো বাংলাদেশ শিবিরে।

শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই নাসুম আহমেদকে দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ঘরের মাঠে দুই সিরিজে দুর্দান্ত ফর্মেই ছিলেন। তবে নাসুমকে বিশ্বকাপের প্রথমপর্বে একটি ম্যাচও খেলায়নি বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট।

অবশেষে সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার। আর সুযোগ পেয়েই দিয়েছেন অধিনায়কের আস্থার প্রতিদান।

লঙ্কান ইনিংসের চতুর্থ বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন নাসুম। দারুণ এক ডেলিভারিতে স্ট্যাম্প ভাঙেন কুশল পেরেরার। ক্রস খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড লঙ্কান ওপেনার (১)।

এর আগে নাইম শেখ আর মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

লিটন দাস ১৬ বলে ১৬, সাকিব আল হাসান ৭ বলে ১০, আফিফ হোসেন ৬ বলে ৭ আর মাহমুদউল্লাহ রিয়াদ শেষদিকে নেমে ৫ বলে ২ বাউন্ডারিতে করেন অপরাজিত ১০ রান।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ