আজকের শিরোনাম :

গ্রিজমানের গোলে রক্ষা ফ্রান্সের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২১, ২১:৪০

ইউরো কাপে হাঙ্গেরির বিপক্ষে বড় অঘটনের শিকার হতে যাচ্ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ঘরের মাঠ বুদাপেস্টে ৬০ হাজার দর্শকের সামনে উজ্জীবিত নৈপুণ্য মেলে ধরে হাঙ্গেরি। দলটির প্রথমার্ধের শেষ দিকে পাওয়া গোলে হারের শঙ্কায় পড়ে যায় ফ্রান্স। শেষমেশ আঁতোয়ান গ্রিজমানের গোলে অন্তত ড্র নিয়ে মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের দল।

শনিবার ফ্রান্স ও হাঙ্গেরির মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। হাঙ্গেরির পক্ষে গোলটি করেন আত্তিলা ফিওলা।

এই ড্রয়ের হলে শেষ ষোলোর জন্য আরো এক ম্যাচ অপেক্ষা করতে হবে ফ্রান্সকে। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে তারা। অন্যদিকে সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হাঙ্গেরি।

গ্রুপের অন্য দুই দল পর্তুগাল ও জার্মানি বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে। এক ম্যাচের একটিতে জিতে পর্তুগাল আছে দুইয়ে। ফ্রান্সের বিপক্ষে হারা জার্মানি চারে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে জার্মানিকে।

নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ফ্রান্স এদিন শুরু থেকেই প্রাধান্য বিস্তারের চেষ্টা করে। কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা এবং গ্রিজমানকে সামনে খেলিয়ে ৪-৩-৩ ছকে দল সাজান কোচ দেশম । ফলে আক্রমণের ঝড় তুলে দেয় ফ্রান্স।

অন্যদিকে ৩-৫-২ ছকে নেমে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে থাকে হাঙ্গেরি। আগের ম্যাচে যারা ৮৩ মিনিট পর্যন্ত পর্তুগালকে আটকে রেখেছিল।

প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে যায় ফ্রান্স। জার্মানি ম্যাচের মতো এদিনও মাঝমাঠ থেকে বল তৈরি করতে থাকেন পল পগবা। দুই দিকের উইং ধরে ঝড়ের গতিতে হাঙ্গেরির রক্ষণভাগে লাগাতার আক্রমণ শানাতে থাকেন এমবাপ্পে ও গ্রিজমান।

তবে শত চেষ্টা করেও প্রথমার্ধে গোল করতে পারেনি ফ্রান্স। উল্টে প্রতি আক্রমণে উঠে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক লরিসকে পরাস্ত করেন ফিওলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধে মরিয়া প্রচেষ্টা চালাতে থাকে ফ্রান্স। কিন্তু এমবাপ্পে, গ্রিজমানদের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল বারবার। শেষে গ্রিজমানের ৬৬ মিনিটে করা গোলে রক্ষা পায় দলটি। ম্যাচে আসে সমতা।

এরপর আরো ভয়ংকর হয়ে ওঠে ফ্রান্স। পল পগবা, করিম বেনজেমা, ওসমান দেম্বেলের মতো তারকাদের তুলে নেওয়ার পরও ফরাসি আক্রমণে কাঁপতে থাকে হাঙ্গেরির ডিফেন্স। বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন দুর্দান্ত দক্ষতায় ঠেকান হাঙ্গেরির গোলরক্ষক।

এরপরও ম্যাচে জয়সূচক গোলটি আদায় করতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ