আজকের শিরোনাম :

এবার বলিভিয়া শিবিরেও করোনার হানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ২১:১৯

একের পর জটিলতায় পড়ছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার ৪৭তম আসরটি। উদ্বোধনী ম্যাচের আগে আঘাত হেনেছে করোনাভাইরাস। ভেনেজুয়েলা দলে করোনা পজিটিভ হয়েছেন ৮ খেলোয়াড় ও ৫ জন কোচিং স্টাফ। এবার জানা গেল বলিভিয়া শিবিরেও হানা দিয়েছে করোনা। দলটির ৩ খেলোয়াড়সহ ৪জন করোনা পজিটিভ হয়েছেন। তবে এখনই টুর্নামেন্ট বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই।

মঙ্গলবার (১৫ জুন) প্যারাগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে বলিভিয়া। তার আগেই করোনার হানা। ফলে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা শিবির। খবর ফার্সপোস্টের।

এদিকে, উদ্বোধনী ম্যাচে শেষ মুহূর্তে সামাল দেওয়ার জন্য নতুন ১৫ জন খেলোয়াড়কে ডেকে নিয়েছে ভেনেজুয়েলা। ম্যাচের আগেই নতুন ১৫ জন খেলোয়াড় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

গত বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকার সেরা ফুটবল প্রতিযোগিতাটি। কিন্তু মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে এক বছর পিছিয়ে যায় আসরটি। এ বছরও নাটকীয়তা কম হয়নি।

কোপা আমেরিকার এবারের আয়োজক ছিল যৌথভাবে কলম্বিয়া ও আর্জেন্টিনা। কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় এবং করোনা পরিস্থিতির অবনতি ঘটায় আয়োজক হিসেবে বাদ পড়ে আর্জেন্টিনা। এরপর ব্রাজিলে কোপা আয়োজনের সিদ্ধান্ত নেয় কনমেবল।
কিন্তু সে দেশেও কোপা শুরু হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। কারণ সেই কোভিড-১৯ এর প্রকোপ ব্রাজিলে আরও বেশি। স্বাগতিক দলসহ অন্যান্য কয়েকটি দলের খেলোয়াড়রাও এত খারাপ পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তে সমালোচনা করেছিলেন। খেলা বন্ধের বিষয়ে মত ছিল অনেকের। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত আদালতের রায়ে কোপার ভাগ্য নির্ধারণ হয়েছে।

সব জটিলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোববার (১৩ জুন) রাতে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরটি। ৪৭তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ও ভেনেজুয়েলা। জয়ে শুরুর লক্ষ্য সেলেসাও কোচের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। আরেক ম্যাচে, ভোর ৬টায় কলম্বিয়ার প্রতিপক্ষ ইকুয়েডর।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ