আজকের শিরোনাম :

বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে জামালদের যোগদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২১, ১৬:৪৭

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচের আগে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল।

রোববার (১৬ মে) শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনটি ম্যাচের জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ৩২ জন যোগ দিয়েছেন।

দলীয় ম্যানেজার জনাব মো. ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করেছে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটির সদস্যরা।

আগে শুরু হওয়ার কথা থাকলেও গেল বুধবার (১২ মে) স্থগিত করা হয়েছিল ক্যাম্প। ঈদের ছুটির পর আবারও যোগ দিলেন ফুটবলাররা।

আগামী জুনে ওমান, আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে মাঠে নামবে জেমি ডে’র শিষ্যরা। তিনটি ম্যাচই বসবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগ জানিয়েছে, ইনজুরির কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

সোমবার (১৭ মে) সকাল ১০টায় অনুশীলন করবে লাল-সবুজরা। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দলের প্রধান কোচ জেমি ডে।

বাংলাদেশ প্রাথমিক দল
জামাল ভূঁইয়া, আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, মেহেদী হাসান, তপু বর্মণ, মোহাম্মদ ইব্রাহিম, কাজী তারিক রায়হান, শহীদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান রয়েল, মোহাম্মদ ইমন, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, রেজাউল করিম, হাবিবুর রহমান সোহাগ, সুমন রেজা ও মোহাম্মদ জুয়েল।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ