আজকের শিরোনাম :

চোটে ইউরো খেলার স্বপ্ন ভঙ্গ ইব্রাহিমোভিচের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২১, ০১:০৯

আসন্ন গ্রীষ্ম মৌসুমে সুইডেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার কথা ছিল দলের সবচেয়ে বড় তারকা জ্বলাতান ইব্রাহিমোভিচের। কিন্তু ইনজুরির কারণে ইউরো খেলার স্বপ্নই শেষ হয়ে গেলো তার। সুইডেন জাতীয় দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ খবর।

ইতালিয়ান সিরি ‘আ’তে জুভেন্টাসের বিপক্ষে এসি মিলানের ৩-০ গোলে জেতার ম্যাচে দ্বিতীয়ার্ধে হাঁটুতে চোট পেয়েছিলেন ইব্রাহিমোভিচ। প্রাথমিকভাবে সেটিকে খুবই হালকা ইনজুরি ভাবা হয়েছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চোটের মাত্রাও বেড়েছে ইব্রার।

চোটের কারণে তুরিনোর বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ের ম্যাচটিও খেলতে পারেননি সুইডিশ তারকা। ইব্রার চোটের ব্যাপারে মিলান কোচ স্টেফানি পাওলি বলেছিলেন, ম্যাচের আগে ইব্রা ফিট ছিল না। এখন সে হাঁটুতে ব্যথা অনুভব করছে। আমরা আশা করছি এটা গুরুতর নয়।

কিন্তু ইনজুরির মাত্রা এতোই বেশি যে মাঠে ফিরতে লম্বাসময় লেগে যাবে ইব্রার। সুইডেন ফুটবলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হেড কোচ জেন অ্যান্ডারসনকে ইব্রাহিমোভিচ জানিয়েছেন, ইনজুরির কারণে আসন্ন গ্রীষ্ম মৌসুমে হতে যাওয়া ইউরোতে পারবেন না তিনি। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

ইব্রার ইনজুরির কারণে খুব বেশি সমস্যায় পড়তে হবে না তার ক্লাব এসি মিলানকে। কেননা এরইমধ্যে সিরি আর জিতে নিয়েছে ইন্টার মিলান। এখন লিগের বাকি থাকা দুই ম্যাচ থেকে শীর্ষ চারে থাকা নিশ্চিত করার মিশন রয়েছে এসি মিলানের সামনে।

অন্যদিকে ইউরো চ্যাম্পিয়নশিপে সুইডেন দলে ইব্রাহিমোভিচের শূন্যস্থান পূরণের দায়িত্ব নিতে হবে মার্কাস বার্গ, অ্যালেক্সান্ডার আইজ্যাক, রবিন কুইসন এবং দেজান কুলুসেভস্কিদের। ইউরোতে ‘ই’ গ্রুপে রয়েছে সুইডেন। যেখানে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্পেইন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ