আজকের শিরোনাম :

বিলবাওয়ের কাছে অ্যাটলেটিকোর হার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ০৯:২৭

দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের শিরোপার স্বপ্নে জোর ধাক্কাই লেগেছে রোববার রাতে। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে তাদেরই মাঠে ২-১ গোলে হেরে বসেছে দলটি। তাদের এই হারের ফলে লা লিগার শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্ট ব্যবধান এসে দাঁড়িয়েছে মাত্র তিনে!

স্বাগতিকদের প্রথম গোলটা অবশ্য এসেছে প্রতি আক্রমণ থেকে। অ্যালেক্স বেরেঙ্গুয়েরের গোলে ১-০ গোলে এগিয়ে যায় বিলবাও। 

ম্যাচের বয়স ঘণ্টার কাটা পেরোতেই কোচ সিমিওনে মাঠে আনেন লুই সুয়ারেজ, জাও ফেলিক্সকে। তবে তাতেও কাজ হয়নি আদৌ। দলের সমতার গোলটা আসে স্টেফান স্যাভিচের কল্যাণে। তবে অ্যাটলেটিকোর স্বস্তির স্থায়িত্ব ছিল কেবল মিনিট ছয়েক। ইনিগো মার্টিনেজের আরেক হেডার বিলবাওকে এনে দেয় মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয়।

এর ফলে লিগের লাগামটা চলে গেছে বার্সেলোনার কাছে। এখন অ্যাটলেটিকো থেকে ২ পয়েন্টে পিছিয়ে থাকলেও মেসিরা খেলেছেন একটি ম্যাচ কম। বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে গ্রানাডাকে হারালেই মৌসুমে প্রথমবারের মতো লিগের শীর্ষে উঠবে দলটি।  লিগের বাকিরাও খুব একটা পিছিয়ে নেই। অ্যাটলেটিকোর সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধানটা দুই, আর চারে থাকা সেভিয়া অ্যাটলেটিকো থেকে পিছিয়ে আছে তিন পয়েন্টে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ