আজকের শিরোনাম :

পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারল জিম্বাবুয়ে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ২০:০৭

পাকিস্তানকে সিরিজ হারানোর দারুণ সুযোগ এসেছিল জিম্বাবুয়ের মাটিতে। ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ পাকিস্তান জিতলেও পরের ম্যাচে পাকিস্তানকে মাত্র ৯৯ রানে অল-আউট করে ১৯ রানে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে।

রোববার অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হারারেতে মুখোমুখি হয় দু’দল। এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ব্যাট করতে নেমে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ তোলে। আরেক ওপেনার সার্জিল খান ১৮ রান করে ফিরলেও ৪৬ বলে ৫৮ রান করেন বাবর আজম।

তবে রিজওয়ান ৬০ বলে ৯১ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন অপরাজিত থেকে। সব মিলে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৬৫ রান। জিম্বাবুয়ের হয়ে ৩টি উইকেটই নেন লুক জঙ্গি।

জবাবে ব্যাট করতে নেমে হাসান আলীর বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ের ব্যাটাররা। ওপেনার ওয়েসলে মাধবেরের৫৯ (৪৭) ও তাদিওয়ানসে মারুমানির ৩৫ (২৬) রান ছাড়া বড় ইনিংস খেলতে ব্যর্থ হয় বাকিরা।

কুড়ি ওভার ব্যাট করলেও ৭ উইকেট হারিয়ে ১৪১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২৪ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারী পাকিস্তান।

হাসান আলী ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া ২ উইকেট নেন হারিস রৌফ ও ১টি উইকেট নেন মোহাম্মদ হাসনাইন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ