আজকের শিরোনাম :

তাসকিনের জোড়া আঘাত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১১:০০

ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন কোনো উইকেটই তুলে নিতে পারেনি বাংলাদেশ। বরং তাদের হতাশ করে জুটিবদ্ধ হয়ে খেলেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও করুনারত্নে। পঞ্চম দিনের সকালে সেই জুটিই ভেঙেছেন তাসকিন। লঙ্কানদের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৫৪৬ রান। এরই মধ্যে তারা লিড নিয়ে ফেলেছে ৫ রানের।

সকালে ১৫৩.৪ ওভারেই সাফল্যের মুখ দেখেন তাসকিন। তার ব্যাক অব লেন্থের বল বেশি দেরি করে খেলতে গিয়েছিলেন ডি সিলভা। ফলাফল ইনসাইড এজ হয়ে বল আঘাত হেনেছে স্টাম্পে। ধনাঞ্জয়া ফিরেছেন ১৬৬ রানে। খেলেছেন ২৯১ বল। তাতে ছিল ২২টি চার।

এক ওভার বিরতি দিয়ে ডাবল সেঞ্চুরিয়ান করুনারতেœকেও ফেরান তাসকিন। তার শর্ট বল পুল করতে গিয়ে নাজমুল শান্তর হাতে তালুবন্দি হন করুনারত্নে। ফলে ৪৩৭ বলে ২৪৪ রানে ফিরেছেন লঙ্কান অধিনায়ক। তাতে ছিল ২৬টি চার।   

বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রানে ঘোষণা করেছে প্রথম ইনিংস। আর শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষে জমা করে ৩ উইকেটে ৫১২ রান। টেস্টের যা অবস্থা, অলৌকিক কিছু না ঘটলে ড্র হচ্ছে ক্যান্ডি টেস্ট।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ