আজকের শিরোনাম :

মুম্বাইয়ের বিপক্ষে জয়ের জন্য পাঞ্জাবের প্রয়োজন ১৩২ রান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০০:০৬

ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩১ রান সংগ্রহ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ওভারে কাইরন পোলার্ড আর ক্রুনাল পান্ডিয়ার মতো হার্ডহিটার ব্যাটসম্যান থাকলেও মোহাম্মদ শামির করা ওই ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৬ রান তুলে মুম্বাই। অর্থাৎ নিজেদের দ্বিতীয় জয় পেতে পাঞ্জাবকে করতে হবে ১৩২ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল মুম্বাই। প্রথম ৭ ওভারে কুইন্টন ডি কক (৩) আর ইশান কিশানকে (৬) হারিয়ে তারা তুলতে পারে মাত্র ২৬ রান। তৃতীয় উইকেটে ৫৫ বলে ৭৯ রানের জুটিতে সেই ধাক্কা বেশ সামলে উঠেছিলেন রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব।

কিন্তু ওভার যে খরচ হয়ে গেছে আগেই, চাপটা মাথায় ছিল তাদেরও। সেই চাপে টানা দুই ওভারে দুই সেট ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। সূর্য ২৭ বলে করেন ৩৩, রোহিত ৫২ বলে করেন ৬৩।

পরের ব্যাটসম্যানরা আর বলার মতো কিছু করতে পারেননি। হার্দিক পান্ডিয়া ১, ক্রুনাল পান্ডিয়া ৩ রানে ফেরেন। পোলার্ড অপরাজিত থাকেন ১২ বলে ১৬ রান নিয়ে।

পাঞ্জাবের বোলারদের মধ্যে ৪ ওভারে সমান ২১ রান করে দিয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি আর রবি বিষ্ণুই।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ