আজকের শিরোনাম :

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এবার করোনার ছোবল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ২০:৪৩

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে বাধ সাধে প্রকৃতি। আলোর স্বল্পতার কারণে খেলা হয়নি তৃতীয় সেশনের পুরোটা। তার আগে অল্প সময়ের জন্য হানা দিয়েছিল বৃষ্টি। এবার এ ম্যাচে বাগড়া দিয়ে বসেছে করোনাভাইরাস। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামের এক মাঠ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে স্বস্তির খবরটা হলো- কোনো ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল, কোচিং স্টাফ বা ক্রিকেট কর্মকর্তা করোনায় পজিটিভ হননি।

আজ শুক্রবার ২৩ এপ্রিল টেস্টের তৃতীয় দিন মাঠকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তার সংস্পর্শে আসা আরও নয়জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

শ্রীলঙ্কার মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো খবরটি নিশ্চিত করে জানান, ‘মাঠে ঢোকার আগে নিয়মিত পরীক্ষার সময় একজন অস্থায়ী কর্মী করোনায় পজিটিভ হয়েছেন। তার সংস্পর্শে আসা নয়জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ