আজকের শিরোনাম :

দু প্লেসিসের ঝড়ো ব্যাটিংয়ে চেন্নাইয়ের রানের পাহাড়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ২২:২৯ | আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০০:২০

তিন ম্যাচ পর খোলস ছেড়ে বেরিয়ে এলেন ফাফ দু প্লেসি। আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও খুঁজে পেলেন নিজেকে। দুই ওপেনারের ফিফটি ও শতাধিক রানের জুটিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রান পাহাড় গড়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

সাকিব আল হাসান ও হরভজন সিংকে বসিয়ে রেখে সুনীল নারিন ও কমলেশ নাগরকোটকে একাদশে নেয় কলকাতা। দুজন যে খুব ভালো কিছু করতে পারেনি তা বলে দিচ্ছে চেন্নাইয়ের স্কোর। ৩ উইকেটে ২২০ রান করেছে মহেন্দ্র সিং ধোনির দল। দলকে বড় স্কোর এনে দিলেও আক্ষেপ থেকে গেছে দু প্লেসির, পাঁচ রানের জন্য সেঞ্চুরি উদযাপন করতে পারেননি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। ৬০ বলে ৯ চার ও ৪ ছয়ে ৯৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে উদ্বোধনী জুটিতে রুতুরাজের সঙ্গে ১১৫ রানের জুটি গড়েন দু প্লেসি। রুতুরাজ ৪২ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬৪ রান করেন। এছাড়া মঈন আলীর ১২ বলে ২৬ ও ৮ বলে ধোনির ১৭ রান ভালো অবদান রাখে।

নারিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে এক উইকেট নেন। চেন্নাইয়ের অন্য দুই উইকেট গেছে আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্ত্তীর ঝুলিতে। নাগরকোট ২ ওভারে ২৫ রান দেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ