আজকের শিরোনাম :

তামিমের দুর্দান্ত হাফসেঞ্চুরি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০৫

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেই প্রথম ইনিংসে দুর্দান্ত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। এটি তার ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি। মাত্র ৫২ বলে ১০টি চারের মারে ৫০ রান করেন বাঁহাতি এই ওপেনার।  

১৮ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ এক উইকেটে ৭৩ রান। তামিম ইকবাল ৫০ রানে এবং নাজমুল হোসাইন শান্ত ২০ রানে ক্রিজে আছেন।

এর আগে তামিমের ব্যাটে প্রথম ওভারে দুই বাউন্ডারিতে ৮ রান এলেও দ্বিতীয় ওভারের শেষ বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফ হাসান (০)। রিভিউ নিয়ে তাকে ফেরায় শ্রীলঙ্কা। বিশ্ব ফার্নান্দোর করা ওই বলটি সরাসরি প্যাডে আঘাত হানলেও সাড়া দেননি ফিল্ড আম্পায়ার রুচিরা পাল্লিইয়াগুরুগে। তবে কনফিডেন্টলি রিভিউ নিয়ে উইকেট পান ফার্নান্দো। যাতে মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা।

তার আগে সকালে টস জিতে আগে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। পাল্লেকেলেতে টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে দেখা দেয়। এই মাঠে অনুষ্ঠিত এর আগের তিনটি ম্যাচেই আগে ব্যাটিং করা দলই জয় লাভ করেছে। সুতরাং এখানে টস একটা বড় ফ্যাক্ট, যারা এখানে টসে জেতে তারাই আগে ব্যাটিং করে এবং ম্যাচও জিতে নেয়। 

আজ তিন পেসার আর দুই স্পিনার নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ